16 C
আবহাওয়া
৭:৪৭ পূর্বাহ্ণ - ডিসেম্বর ২৪, ২০২৪
Bnanews24.com
Home » রাজধানীতে ট্রেনের ধাক্কায় যুবক নিহত

রাজধানীতে ট্রেনের ধাক্কায় যুবক নিহত

রাজধানীতে ট্রেনের ধাক্কায় যুবক নিহত

বিএনএ, ঢাকা: রাজধানীর ক্যান্টনমেন্টে ট্রেনের ধাক্কায় অজ্ঞাতনামা (৪০) এক যুবক নিহত হয়েছেন। মঙ্গলবার (৩ অক্টোবর) বেলা সাড়ে ১১টায় তার মরদেহ উদ্ধার করা হয়।

পরে ময়নাতদন্তের জন্য দুপুরের দিকে মরদেহটি ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) মর্গে পাঠানো হয়েছে।

বিমানবন্দর রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) সুনীল চন্দ্র সূত্রধর বলেন, গত রাত পৌনে ৮টার দিকে ক্যান্টনমেন্ট রেললাইন দিয়ে হেঁটে যাওয়ার সময় কমলাপুর থেকে ছেড়ে আসা চিলাহাটি এক্সপ্রেস ট্রেনের ধাক্কাও ওই ব্যক্তি মারা যান। পরে খবর পেয়ে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে পাঠানো হয়। নিহত ব্যক্তির পরিচয় জানার চেষ্টা চলছে বলেও জানান তিনি।

আরও পড়ুন: ভিসা নীতি নিয়ে ভাবছে না র‍্যাব

বিএনএনিউজ/বিএম

Loading


শিরোনাম বিএনএ