16 C
আবহাওয়া
৯:৪৬ পূর্বাহ্ণ - ডিসেম্বর ২২, ২০২৪
Bnanews24.com
Home » ববির মেহেরপুর স্টুডেন্ট এসোসিয়েশনের নেতৃত্বে সৈকত-রাব্বি

ববির মেহেরপুর স্টুডেন্ট এসোসিয়েশনের নেতৃত্বে সৈকত-রাব্বি


বিএনএ, ববি: বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) মেহেরপুর স্টুডেন্ট ডেভেলপ্টমেন্ট এসোসিয়েশের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে৷ আগামী এক বছরের জন্য এই কমিটি দায়িত্ব পালন করবে৷ কমিটিতে রসায়ন বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. সৈকত আনামকে সভাপতি ও পদার্থবিজ্ঞান বিভাগের একই শিক্ষাবর্ষের রাব্বি-উল ইসলামকে সাধারণ সম্পাদক ঘোষণা করা হয়েছে৷

কমিটির অন্যান্য সদস্যরা হলেন সহ সভাপতি মো. আল জাবির হাসান, যুগ্ম সাধারণ সম্পাদক, মাহাবুব ইমন, আব্দুল্লাহ আল হোসাইন, রিক্তা খাতুন, সাংগাঠনিক সম্পাদক মোছা: ফাহমিদা খাতুন, কোষাধ্যক্ষ মো. শাহিন, দপ্তর সম্পাদক- মো. মাসুদুর রহমান রাজ, প্রচার সম্পাদক আল মাহমুদ, সাংস্কৃতিক সম্পাদক মো. সোয়েব আক্তার, ক্রীড়া সম্পাদক রায়হান উদ্দিন এবং ভর্তি বিষয়ক সম্পাদক শাহরিয়ার শিশির।

উল্লেখ্য, প্রতিষ্ঠার পর থেকেই সংগঠনটি বরিশাল বিশ্ববিদ্যালয়ে মেহেরপুর জেলার অধ্যায়নরত শিক্ষার্থীদের কল্যাণে বিভিন্ন শিক্ষা বিষয়ক অনুষ্ঠান ও সহযোগিতা করে আসছে।

বিএনএ/ রবিউল, এমএফ

Loading


শিরোনাম বিএনএ