21 C
আবহাওয়া
৮:৩৮ অপরাহ্ণ - ডিসেম্বর ২৫, ২০২৪
Bnanews24.com
Home » কাপ্তাইয়ে শ্রমিকের অর্ধগলিত মরদেহ উদ্ধার

কাপ্তাইয়ে শ্রমিকের অর্ধগলিত মরদেহ উদ্ধার


বিএনএ, রাঙামাটি: রাঙামাটির কাপ্তাই উপজেলার কাপ্তাই ইউনিয়নের কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের অভ্যন্তরে ফুলবাগান নামক স্থানে জঙ্গলের মধ্যে অর্ধগলিত অবস্থায় একটি মরদেহ পাওয়া গেছে। মঙ্গলবার (৩ অক্টোবর) সকালে মরদেহটি পাওয়া যায়।

বিষয়টি ৪ নং কাপ্তাই ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের ইউপি সদস্য মঈন উদ্দিন নিশ্চিত করেন। তিনি বলেন, উদ্ধারকৃত মরদেহটি মো. জাফর( ৪৫) এর। পিতার নাম সিদ্দিক। তার বাড়ি ভোলা জেলায় হলেও তিনি কাপ্তাই প্রজেক্ট এলাকায় নিউ মার্কেট বাজারে একা বসবাস করতেন এবং গাছ কাটার কাজ করতো। এলাকাবাসীর কাছে সন্দেহ হচ্ছে এটা হত্যাকাণ্ড হতে পারে।

তার সাথে কাজ করা সঙ্গী এবং স্থানীয়রা জানান, গত ১৬-১৭ দিন ধরে তার কোন খোঁজ পাওয়া যাচ্ছিল না। তার সাথে গাছকাটা শ্রমিক কবির জানান, সে ৩ মাস ধরে গাছ কাটে না। কিন্তু খবর পেলাম  কবির গত ২০ দিন আগেও গাছ কেটেছে। তাই কবির হতে জাফর শেষ কখন গাছ কেটেছে সেই লোকেশনের খবর নিয়ে আমি গ্রাম পুলিশ এবং এলাকাবাসীকে নিয়ে ফুলবাগান এলাকায় গিয়ে দেখতে পাই যে, গাছের নীচে একটি মরদেহ চাপা পড়ে আছে এবং মরদেহটি হতে মাথা বিচ্ছিন্ন। পরে আমি পিডিবি কর্তৃপক্ষ এবং পুলিশ কে বিষয়টি অবহিত করি।

এ বিষয়ে কাপ্তাই পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত আইসি পুলিশ পরিদর্শক শাহীনুর রহমান জানান, মরদেহ পাওয়ার খবর পেয়ে আমরা বেলা ১২ টার দিকে পুলিশ ফোর্সসহ ঐ এলাকায় গিয়ে লাশটি উদ্ধার করি। এখন ময়নাতদন্তের জন্য মরদেহটি রাঙামাটি জেনারেল হাসপাতালে পাঠাবো। ময়নাতদন্তের পরে বিস্তারিত বলা যাবে।

বিএনএ/ছোটন, এমএফ

Loading


শিরোনাম বিএনএ