27 C
আবহাওয়া
৭:১৯ অপরাহ্ণ - ডিসেম্বর ২৬, ২০২৪
Bnanews24.com
Home » সাংবাদিক রেজাউল করিম রুমু গুরুতর অসুস্থ

সাংবাদিক রেজাউল করিম রুমু গুরুতর অসুস্থ

রেজাউল করিম চৌধুরী(রুমু)

বিএনএ, ঢাকা: বাংলাদেশ নিউজ এজেন্সি(বিএনএ) ও বিএনএনিউজ২৪ ডটকম এর সাবেক বার্তা সম্পাদক, কলামিস্ট,  সাংবাদিক রেজাউল করিম চৌধুরী(রুমু) দীর্ঘদিন ধরে গুরুতর অসুস্থ। কিডনি সমস্যা, ফুসফুসে পানি জমা, হার্টের ৮০% ব্লক, শ্বাসকষ্ট ও শারিরীক দুর্বলতায় ভুগছেন। গত একমাস ধরে চট্টগ্রামের একটি বেসরকারী হাসপাতালে চিকিৎসা নেয়ার পর সোমবার(২অক্টোবর) বাসায় ফিরেছেন। তবে স্বাস্থ্যের খুব উন্নতি হয় নি।

রেজাউল করিম রুমু বিএনএ প্রতিবেদককে জানান, সরকারি হাসপাতালের ডাক্তাররা তাকে জানিয়েছেন, ফুসফুসে পানি জমা এবং শ্বাসকষ্ট না কমলে কোনভাবে হার্টে রিং লাগানো সম্ভব নয়। গত একবছর ধরে চলছে এমন অবস্থা। তার আর্থিক অবস্থাও খুবই নাজুক। দৈনিক ওষুধ কেনা, খাওয়া ও বাসা ভাড়া এবং অন্যান্য খরচ চালানো একেবারে অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। চলাফেরা করতে না পারায় সরকারী সহায়তা প্রাপ্তির জন্য কোন পদক্ষেপ নিতে পারেন নি তিনি।

বিএনএ ছাড়াও বিগত ৩০ বছরে চট্টগ্রাম ও রাজধানীর বিভিন্ন জাতীয় দৈনিক, সাপ্তাহিক এবং রেডিওতে বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন রেজাউল করিম চৌধুরী(রুমু)।

খোঁজখবর, চিকিৎসা ও আর্থিক সহায়তা প্রদানে ইচ্ছুকরা সাংবাদিক রুমুর সাথে সরাসরি যোগাযোগ করুন-হোয়াটসঅ্যাপ-০১৭২১-৮২৪৮৬৭, ০১৫৩১৮৩০২৯৫(বিকাশ)।

বিএনএনিউজ২৪,জিএন

Loading


শিরোনাম বিএনএ