20 C
আবহাওয়া
৪:০৭ পূর্বাহ্ণ - জানুয়ারি ৭, ২০২৫
Bnanews24.com
Home »  নোয়াখালীর সেনবাগে আগুনে পুড়েছে ৪ঘর

 নোয়াখালীর সেনবাগে আগুনে পুড়েছে ৪ঘর

আগুন

নোয়াখালীর সেনবাগে আগুনে পুড়ে চারটি বসত আগুনে পুড়েছে। এ সময় আরও ৩টি ঘর আংশিক ক্ষতিগ্রস্থ হয়। এতে  প্রায় ১৫ লাখ টাকার ক্ষয় ক্ষতি হয়েছে বলে দাবি করছে ক্ষতিগ্রস্থ পরিবার গুলোর।

গত শনিবার (২ অক্টোবর) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের দক্ষিণ রাজারামপুর গ্রামের হনি মন্ডল গ্রামের কুশা হাজী বাড়ীতে এ আগুনের ঘটনা ঘটে।

স্থানীয়দের সহযোগিতায় প্রায় তিন ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে।
স্থানীয় বাসিন্দা সুজন জানান, শনিবার দুপুরে উপজেলার দক্ষিণ রাজারামপুর গ্রামের হনি মন্ডল গ্রামের কুশা হাজী বাড়ীতে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। দ্রুত আগুনের লেলিহান শিখা চারদিকে ছড়িয়ে পড়ে ৪টি ঘর পুরোপুরি পুড়ে ছাই হয়ে যায়। এলাকাবাসী ৩ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এসময় ঘরে থাকা দুই বৃদ্ধ নারী আগুনে পুড়ে আহত হয়। আগুন নিয়ন্ত্রণ করতে গিয়ে মর্জিনা আক্তার ও সফিকুর রহমান সহ অন্তত আরো ৮জন আহত হয়েছে।

মোহাম্মদপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো.স্বপন ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

বিএনএ নিউজ ২৪ কম, গিয়াস উদ্দিন, জিএন

Loading


শিরোনাম বিএনএ