18 C
আবহাওয়া
৪:১৫ পূর্বাহ্ণ - জানুয়ারি ৭, ২০২৫
Bnanews24.com
Home » করোনা,বিশ্বজুড়ে সংক্রমণ ও মৃত্যু কমেছে

করোনা,বিশ্বজুড়ে সংক্রমণ ও মৃত্যু কমেছে

বিশ্বে ২৪ ঘন্টায় করোনায় সাড়ে ৮ হাজার মৃত্যু

বিএনএ বিশ্ব ডেস্ক: বিশ্বে করোনায় দৈনিক শনাক্ত ও মৃত্যুর সংখ্যা আরও কমেছে। গত ২৪ ঘণ্টায় শনাক্ত কমেছে প্রায় সোয়া লাখ। আর প্রাণঘাতি ভাইরাসটিতে দেড় হাজারের বেশি মৃত্যু কমেছে ।

রোববার (৩ অক্টোবর) এসব তথ্য জানিয়েছে বিশ্বব্যাপী করোনা ভাইরাসে শনাক্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার্স।

এতে উল্লেখ করা হয়, গত একদিনে সারাবিশ্বে করোনায় আক্রান্ত হয়েছেন ৩ লাখ ৪৯ হাজার ৭৪২ জন। অর্থাৎ আগের দিনের তুলনায় শনাক্ত ১ লাখ ২০ হাজার কমেছে।বিশ্বজুড়ে ভাইরাসটি প্রাদুর্ভাবের শুরু থেকে এখন পর্যন্ত তাতে আক্রান্ত হয়েছেন ২৩ কোটি ৫৪ লাখ ১৭ হাজার ৪ জন।

একই সময়ে গোটা বিশ্বে করোনায় ৫ হাজার ৬৯০ জন মারা গেছেন। অর্থাৎ আগের দিনের তুলনায় মৃত্যুর সংখ্যা দেড় হাজারের বেশি কমেছে। এতে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৪৮ লাখ ১১ হাজার ৫৬৩ জন।

তবে, এ পর্যন্ত করোনায় আক্রান্তের মধ্যে ২১ কোটি ২২ লাখ ৩ হাজার ৯৩১ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন।

সবশেষ ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি করোনায় আক্রান্ত হয়েছে যুক্তরাষ্ট্রে। আর দৈনিক মৃত্যুতে শীর্ষে রয়েছে রাশিয়া। এরপরই রয়েছে যুক্তরাষ্ট্র-মেক্সিকো-ব্রাজিল।

করোনায় আক্রান্তের তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারত। তবে ভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যার তালিকায় দেশটির অবস্থান তৃতীয়। গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ২৪১ জন এবং নতুন করে  আক্রান্ত হয়েছেন ২৩ হাজার ১৬১ জন। দেশটিতে মোট আক্রান্ত ৩ কোটি ৩৮ লাখ ১২ হাজার ৫৫৯ জন এবং মারা গেছেন ৪ লাখ ৪৮ হাজার ৮৪৬ জন।

২০১৯ সালের ডিসেম্বরে চীন থেকে উৎপত্তি হওয়া প্রাণঘাতী করোনা ভাইরাস বাংলাদেশসহ বিশ্বের ২২৩টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে। পরে ১১ মার্চ, ২০২০ সালে করোনা সংকটকে মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

বিএনএনিউজ/আরকেসি

Loading


শিরোনাম বিএনএ