বিএনএ ডেস্ক: আরব আমিরাতে একটি এয়ার অ্যাম্বুলেন্স বিধ্বস্ত হয়ে চারজন নিহত হয়েছে। স্থানীয় সময় শনিবার এই ঘটনা ঘটে। নিহতদের মধ্যে একজন চিকিৎসক, একজন নার্স ও বাকি দু’জন পাইলট।আবুধাবি পুলিশ এই দুর্ঘটনায় হতাহতের খবর নিশ্চিত করেছে।
পুলিশ জানায়, এই দুর্ঘটনায় লেফটেনেন্ট পাইলট খামিস সায়িদ আল হলি ও লেফটেনেন্ট পাইলট নাসের মোহাম্মদ আল রশিদি, বেসামরিক চিকিৎসক ডা. শহীদ ফারুক গোলাম ও জোয়েল কিউই সাকারা মিন্টো নামের এক নার্স নিহত হয়েছেন।
অবশ্য কি কারণে এই দুর্ঘটনা ঘটেছে বা কোথায় ঘটেছে সেই সম্পর্কে কোনো কিছু জানানো হয়নি। কিন্তু একটি টুইট সূত্রে জানা যায় যে এয়ার অ্যাম্বুলেন্সে দলটি তখন ডিউটিতে ছিল।
অবশ্য দুর্ঘটনার কয়েক ঘণ্টা আগে আবুধাবি পুলিশ ঘন কুয়াশার কারণে আমিরাতে গতি সীমাবদ্ধ করে নতুন নির্দেশনা চালু করে আবুধাবি পুলিশ জেনারেল কমান্ড নিহতদের পরিবার, পরিচিতজন ও সহকর্মীদের প্রতি গভীর সমবেদনা ও সহানুভূতি প্রকাশ করেছেন।
বিএনএ//ওজি