16 C
আবহাওয়া
৭:১০ পূর্বাহ্ণ - জানুয়ারি ৫, ২০২৫
Bnanews24.com
Home » মহিবুল্লাহ হত্যা, গ্রেফতার ২ জনকে রিমাণ্ডে নেয়ার আবেদন

মহিবুল্লাহ হত্যা, গ্রেফতার ২ জনকে রিমাণ্ডে নেয়ার আবেদন

মহিবুল্লাহ হত্যা, গ্রেফতার ২ জনকে রিমাণ্ডে নেয়ার আবেদন

বিএনএ কক্সবাজার: আলোচিত রোহিঙ্গা নেতা মহিবুল্লাহ মাস্টার হত্যা মামলায় গ্রেফতার হওয়া দুই জনকে ৭দিন করে রিমাণ্ডে নেয়ার আবেদন করেছে পুলিশ। রোববার (০৩ অক্টোবর) এর ওপর শুনানি হতে পারে বলে জানা গেছে।

শনিবার (২ অক্টোবর) সন্ধ্যায় জিয়াউর রহমান ও আবদুস সালামকে গ্রেফতার দেখিয়ে রিমাণ্ড আবেদন করা হয়। পরে তাদেরকে কারাগারে পাঠানোর আদেশ দেন কক্সবাজার প্রধান বিচারিক হাকিম আদালত-৩ এর বিচারক দেলোয়ার হোসেন শামীম।

মুহিবুল্লাহ হত্যায় জড়িত থাকার অভিযোগে জিয়াউর রহমান ও আবদুস সালামকে কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প থেকে আটক করে ১৪ এপিবিএনের সদস্যরা। পরে তাদেরকে উখিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। পুলিশ এই দুইজনকে এই ঘটনায় দায়ের করা মামলায় গ্রেফতার দেখায়।

এরআগে বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) রাতে মহিবুল্লাহর ছোট ভাই হাবিবউল্লাহ বাদি হয়ে উখিয়া থানায় হত্যা মামলা করেন। তবে কোনো আসামির নাম উল্লেখ করেননি তিনি।

বুধবার (২৯ সেপ্টেম্বর) রাতে উখিয়ার লম্বাশিয়া ক্যাম্পে বন্দুকধারীদের গুলিতে নিহত হন মুহিবুল্লাহ।রোহিঙ্গাদের শীর্ষ নেতা হিসেবে পরিচিত তিনি।

বিএনএনিউজ/আরকেসি

 

Loading


শিরোনাম বিএনএ