20 C
আবহাওয়া
১২:০৭ পূর্বাহ্ণ - ডিসেম্বর ২২, ২০২৪
Bnanews24.com
Home » ইফা চট্টগ্রাম জেলার শ্রেষ্ঠ মডেল কেয়ারটেকার হলেন মাওলানা আবদুল মজিদ

ইফা চট্টগ্রাম জেলার শ্রেষ্ঠ মডেল কেয়ারটেকার হলেন মাওলানা আবদুল মজিদ

মাওলানা আবদুল মজিদ

বিএনএ, সাতকানিয়া(চট্টগ্রাম) :  ইসলামিক ফাউন্ডেশন চট্টগ্রাম জেলার শ্রেষ্ঠ মডেল কেয়ারটেকার নির্বাচিত হয়েছেন সাতকানিয়া উপজেলার মডেল কেয়ারটেকার মাওলানা আবদুল মজিদ।

গত সোমবার (২ সেপ্টেম্বর) ইসলামিক ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ে চট্টগ্রাম জেলার কেয়ারটেকারদের মিটিং ও ট্রেনিংয়ে ইসলামিক ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগীয় পরিচালক বোরহান উদ্দিন মোহাম্মদ আবু আহসান এই সম্মাননা তুলে দেন।

জানা যায়, বিগত শিক্ষাবর্ষের কর্মদক্ষতা, সততা, নিষ্ঠা ও মাঠ পর্যায়ে দক্ষতার ভিত্তিতে জেলা পর্যায়ে শ্রেষ্ঠ মডেল কেয়ারটেকার নির্বাচিত হওয়ায় মাওলানা আবদুল মজিদকে এই পুরস্কার প্রদান করা হয়।

ইসলামিক ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগীয় পরিচালক বোরহান উদ্দিন মোহাম্মদ আবু আহসান, ফিল্ড অফিসার মোহাম্মদ ফয়েজ উল্লাহ, মাষ্টার ট্রেইনার ফরিদ আহমদ ও চট্টগ্রাম জেলার সুপারভাইজারবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।

এসএমএনকে, এসজিএন

Loading


শিরোনাম বিএনএ