17 C
আবহাওয়া
৯:০৭ পূর্বাহ্ণ - ডিসেম্বর ২৪, ২০২৪
Bnanews24.com
Home » নোবিপ্রবিতে নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

নোবিপ্রবিতে নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত


বিএনএ, নোবিপ্রবি: বর্ণাঢ্য আয়োজনে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) ২০২২-২৩ শিক্ষাবর্ষের স্নাতক ১ম বর্ষের শিক্ষার্থীদের পরিচিতি সভা (ওরিয়েন্টেশন) অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৩ সেপ্টেম্বর) সকালে বিশ্ববিদ্যালয়ের বীর মুক্তিযোদ্ধা হাজী মো. ইদ্রিছ অডিটোরিয়ামে ওরিয়েন্টেশন অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. দিদার-উল আলম।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি(ভারপ্রাপ্ত) এবং ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক অধ্যাপক ড. বিপ্লব মল্লিকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোবিপ্রবি ট্রেজারার অধ্যাপক ড. নেওয়াজ মোহাম্মদ বাহাদুর। অর্থনীতি বিভাগের প্রভাষক আফরিদা জিননুরাইন উর্বীর সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নোবিপ্রবির বিভিন্ন অনুষদের ডিনবৃন্দ, ইনস্টিটিউটের পরিচালকবৃন্দ, বিভাগীয় চেয়ারম্যানবৃন্দ, হলের প্রভোস্টবৃন্দ, প্রক্টরসহ শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগ এ অনুষ্ঠানের আয়োজন করে। জাতীয় সংগীত, তথ্যচিত্র প্রদর্শনী ও ফুলেল শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে এবারের নবাগতদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে নোবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মো. দিদার-উল-আলম বক্তৃতার শুরুতেই নবাগত শিক্ষার্থীদের শুভেচ্ছা ও অভিনন্দন জানান। তিনি নোবিপ্রবির নবীন শিক্ষার্থীর প্রত্যেককে একজন ভালো শিক্ষার্থী ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।

নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘তোমরা তোমাদের আচরণে, ব্যবহারে নিজেদের মেলে ধরবে। শিক্ষকদের নির্দেশনার আলোকে নিজেকে গড়ে তুলবে। চেষ্টা করে যাও ফল আসবেই। বাবা-মা অনেক কষ্ট করে তোমাদের মানুষ করেছেন। তোমাদের নিয়ে তাদের অনেক স্বপ্ন। তোমরা তাদের স্বপ্ন পূরণ করো। শৃঙ্খলা বজায় রাখবে। পড়াশোনার বাইরে খেলাধুলা, বিতর্ক প্রতিযোগিতাসহ সৃজনশীল কাজে অংশ নেবে।”

তিনি আরো বলেন, বাংলাদেশের সৃষ্টি ও এর অগ্রগতির পেছনে একজনই কারিগর। সেই মহাপুরুষ হলেন সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তোমরা বঙ্গবন্ধুর আদর্শে নিজেদেরকে গড়ে তুলবে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।’

অনুষ্ঠানে বক্তব্য রাখেন নোবিপ্রবি’র কোষাধ্যক্ষ অধ্যাপক ড. নেওয়াজ মোহাম্মদ বাহাদুর, নোবিপ্রবি প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আশিকুর রহমান খান, বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. আতিকুর রহমান ভূঞা, ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক ড. এস.এম. মাহবুবুর রহমান, সামাজিক বিজ্ঞান ও মানবিক অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ আনোয়ার হোসেন, ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজির পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ সেলিম হোসেন, মাইক্রোবায়োলজি বিভাগের চেয়ারম্যান ও আইকিউএসি পরিচালক, অধ্যাপক ড. ফিরোজ আহমেদ, শিক্ষা বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. বিপ্লব মল্লিক, ভাষা শহীদ আবদুস সালাম হলের প্রভোস্ট অধ্যাপক ড. মো আনিসুজ্জামান, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের প্রভোস্ট ড. অবন্তী বড়ুয়া। এ সময় শিক্ষার্থীদের পক্ষ থেকেও অনুভূতি প্রকাশ করে বক্তব্য প্রদান করা হয়।

সবশেষে অনুষ্ঠানের সভাপতি ও শিক্ষক সমিতির সভাপতি(ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. বিপ্লব মল্লিক আয়োজকদের ধন্যবাদ জ্ঞাপন করেন এবং নবীনদের স্বাগত জানান।

বিএনএ/শাফি, এমএফ

Loading


শিরোনাম বিএনএ