বিএনএ, নাটোর: নাটোরের লালপুরে এক আওয়ামীলীগ নেতাকে কুপিয়ে হত্যা করেছে দূর্বৃত্তরা। রোববার (৩ সেপ্টেম্বর) সকাল ১০টায় স্থানীয় ডাঙ্গাচিলান বাজারে এ ঘটনা ঘটে।
নিহত ওসমান গণি প্রমাণিক(৪৫) কদিমচিলান ইউনিয়নের ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা উজ্জল হোসেন ও নিহতের বড় ভাই আরশাদ আলী প্রমাণিক হত্যাকাণ্ডের সত্যতা নিশ্চিত করেছেন।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, রোববার সকালে বাড়ি থেকে মোটরসাইকেলের তেল কেনার জন্য বের হন ওসমান। স্থানীয় একটি দোকানে তেল কেনার সময় প্রতিপক্ষের লোকজন তাকে ঘিরে ধরে। এ সময় তাকে হাতুড়িপেটা করা হয়। এক পর্যায়ে মাটিতে লুটিয়ে পড়লে ওসমান গণির হাত-পায়ের রগ কেটে ও কুপিয়ে মৃত্যু নিশ্চিত করে দূর্বৃত্তরা।
এলাকাবাসীদের ধারণা, কদিমচিলান ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুর রাজ্জাক হত্যার প্রধান আসামি ওসমান গণি। এই কারণে তাকে হত্যা করা হয়ে থাকতে পারে। ওসমান গনি উপজেলার একই গ্রামের বাসিন্দা।
ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক আকরাম হোসেন জানান, হামলাকারিরা ওসমানের প্রতিপক্ষ হিসেবে দীর্ঘদিন ধরে বিভিন্ন ইস্যুতে সাংঘর্ষিক পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করেছিলেন।
লালপুর থানার ওসি উজ্জল হোসেন জানান, ঘটনার পর ওই এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। ওসমান গণির মরদেহ তার বাড়িতে রাখা হয়েছে। পুর্ব বিরোধের জেরে এই হত্যার ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
বিএনএ/ ওজি/ হাসনাহেনা