21 C
আবহাওয়া
৮:১০ অপরাহ্ণ - ডিসেম্বর ২৪, ২০২৪
Bnanews24.com
Home » ঢাকার উড়াল সড়কে স্বস্তির যাত্রা

ঢাকার উড়াল সড়কে স্বস্তির যাত্রা

উড়াল সড়ক

বিএনএ ডেস্ক: আনুষ্ঠানিকভাবে যান চলাচলের জন্য খুলে দেওয়া হয়েছে ঢাকায় দ্রুতগতির উড়ালসড়ক। রোববার (৩ সেপ্টেম্বর) সকাল ছয়টা থেকে টোল দিয়ে সাধারণ যানবাহন উড়ালসড়ক দিয়ে চলাচল করছে। তবে প্রথমদিনের প্রথম প্রহরে খুব একটা চাপ নেই নির্বিঘ্নে ছুটে চলার এই কাওলা থেকে ফার্মগেট অংশের উড়ালসড়কে।

সকাল থেকে উড়ালসড়ক দিয়ে ব্যক্তিগত যানবাহনই বেশি চলতে দেখা গেছে। তবে মাঝেমধ্যে অফিসের স্টাফ বাস, পিকআপ, মাঝারি আকারে ট্রাকও সকালে চলতে দেখা গেছে। অবশ্য বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যানবাহনের সংখ্যাও বেড়েছে। যানবাহন চলাচল দুই ঘণ্টায় প্রায় হাজারটির মতো নানা ধরনের যানবাহন উড়ালসড়ক ব্যবহার করেছে বলে তথ্য পাওয়া গেছে।

তবে টোলের পরিমাণ নিয়ে কারও কারও কণ্ঠে মৃদু ক্ষোভ দেখা গেছে। পিকআপের চেয়ে বড় অর্থাৎ মাঝারি ট্রাকের ৩২০ টাকা টোল দেওয়ার পর চালক বলেন, এই টোলটা তাদের জন্য বেশি হয়ে গেছে। আরও কম হলে ভালো হত।

অবশ্য যানজট ছাড়া নির্বিঘ্নে লম্বা পথ পাড়ি দিতে পেরে সবার মধ্যে স্বস্তি কাজ করছে।

সাইদুল ইসলাম নামে একজন বলেন, কারওয়ান বাজারের অফিস থেকে বের হয়ে উড়ালসড়কে ওঠার পর মাত্র ৫ মিনিটে বনানী চলে এসেছি। এর চেয়ে শান্তির কিছু নেই।

তিনি বলেন, যেহেতু বিমানবন্দর পর্যন্ত এটি নির্মাণ হয়েছে এখন অনেকে এদিকে বাসা ভাড়া নিয়েও দূর থেকে অফিস করতে পারবেন সহজে।

নিয়ম অনুযায়ী উড়ালসড়কে তিন চাকার অটোরিকশা, মোটরসাইকেল ও সাইকেল চলাচল করতে পারবে না। পথচারীরাও উড়ালসড়কে উঠতে ও চলাচল করতে পারবেন না। এমন সিদ্ধান্তে অবশ্য মোটরসাইকেল চালকদের ক্ষোভ আছে। তারা পদ্মা সেতুর মতো আলাদা লেইন করে হলেও মোটরসাইকেল চলার সুযোগ চেয়েছেন।

এর আগে গতকাল শনিবার বিকেলে কাওলা থেকে তেজগাঁও পর্যন্ত সাড়ে ১১ কিলোমিটার উড়ালসড়ক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী টোল দিয়ে প্রথম যাত্রী হিসেবে গাড়িতে করে উড়ালসড়ক পার হন। উড়ালসড়কে যানবাহনের সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৬০ কিলোমিটার নির্ধারণ করে দেওয়া হয়েছে।

বিএনএনিউজ২৪/ এমএইচ/ হাসনাহেনা

Loading


শিরোনাম বিএনএ