22 C
আবহাওয়া
৮:১০ অপরাহ্ণ - ডিসেম্বর ২৯, ২০২৪
Bnanews24.com
Home » আফগানিস্তান-পাকিস্তান সীমান্তে পদদলিত হয়ে নিহত ৪

আফগানিস্তান-পাকিস্তান সীমান্তে পদদলিত হয়ে নিহত ৪

পাকিস্তানে প্রবেশের চেষ্টা, পদদলিত হয়ে ৪ আফগান নাগরিক নিহত

বিএনএ বিশ্ব ডেস্ক: তালেবান ক্ষমতা দখল করার পর দেশ চেড়ে চলে যাচ্ছেন আতঙ্কিত আফগানিস্তানের নাগরিকরা।সীমান্তে তীব্র ভিড় আর হুড়োহুড়িতে পদদলিত হয়ে চার জন নিহত হয়েছে। বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) বিকেলে পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের আফগান সীমান্তবর্তী চমন বর্ডার ক্রসিংয়ে এই ঘটনা ঘটে। এতে আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। আফগান সংবাদমাধ্যম তোলো নিউজের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস ও রিপাবলিক ওয়ার্ল্ড।

মার্কিন সামরিক বাহিনী আফগানিস্তান ছেড়ে চলে যাবার পর কাবুল বিমানবন্দরের দখল নিয়েছে  তালেবানরা।কাবুল বিমানবন্দর বন্ধ থাকায় তাই দেশ ছাড়তে আফগানদের একমাত্র  ভরসা স্থল সীমান্তে।তাই দেশ ছাড়তে ইচ্ছুক আফগান নাগরিকদের ঢল নেমেছে প্রতিবেশী দেশ পাকিস্তানের সীমান্তে।

আফগানিস্তান-তালেবানের আজকের(৩সেপ্টেস্বর) খবর

সংবাদমাধ্যমগুলো বলছে, মার্কিন সেনা প্রত্যাহারের পর কাবুল বিমানবন্দর বন্ধ হতে না হতেই আতঙ্কিত আফগান নাগরিকদের সীমান্তে ভিড় বাড়তে শুরু করেছে। কিন্তু নিরাপত্তাজনিত কারণে আগেই চমন সীমান্ত দিয়ে যাতায়াত বন্ধ ঘোষণা করেছে পাকিস্তান। এই পরিস্থিতিতে বৃহস্পতিবার সীমান্ত পেরোতে মরিয়া কয়েক হাজার আফগান নাগরিক জোর করে কান্দাহারের স্পিন বোল্দাক শহর থেকে চমন বর্ডার ক্রসিং পার হওয়ার চেষ্টা করেন। সে সময় বিশৃঙ্খলা ও হুড়োহুড়িতে অনেকে পদপিষ্ট হন।

আফগানিস্তানের পার্শ্ববর্তী সব দেশের সিমান্তে ভিড়

এদিকে, পাকিস্তান সীমান্তের চমন বর্ডার ক্রসিংয়ের পাশাপাশি পাকিস্তানের খাইবার-পাখতুনখোয়া প্রদেশের তোরখাম সীমান্তেও ভিড় করতে শুরু করেছেন আফগান নাগরিকরা।  কার্যত একই অবস্থা ইরান সীমান্তেইসলাম কালা ও তুর্কিমেনিস্তান সিমান্ত-ঘেঁষা তোরঘুন্ডি এলাকায়ও। সীমান্ত  পেরিয়ে প্রতিবেশী দেশগুলোতে আশ্রয় নিতে চাইছেন আতঙ্কিত আফগানরা।

বিএনএনিউজ২৪ডটকম/আরকেসি,জিএন

Loading


শিরোনাম বিএনএ