22 C
আবহাওয়া
৫:১৭ অপরাহ্ণ - জানুয়ারি ৯, ২০২৫
Bnanews24.com
Home » সিরাজগঞ্জের বন্যা  পরিস্থিতির আরও অবনতি

সিরাজগঞ্জের বন্যা  পরিস্থিতির আরও অবনতি

সিরাজগঞ্জের বন্যা পরিস্থিতির আরও অবনতি

বিএনএ সিরাজগঞ্জ: উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে যমুনা নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। ফলে সিরাজগঞ্জে বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। পানিবন্দী হয়ে পড়েছে জেলার পাঁচটি উপজেলার ২৮টি ইউনিয়নের প্রায় লক্ষাধিক মানুষ। পানিবন্দী এসব মানুষের দুর্ভোগ চরমে পৌঁছেছে। দেখা দিয়েছে খাবার ও বিশুদ্ধ খাবার পানির সংকট। তলিয়ে গেছে অনেক শিক্ষা প্রতিষ্ঠানের মাঠ, রাস্তাঘাট, বিস্তৃর্ণ রোপা আমনের ক্ষেত। সেইসঙ্গে ভাঙনে দিশেহারা হয়ে পড়েছেন চৌহালী ও শাহজাদপুর উপজেলার নদী পাড়ের মানুষ। তবে বালুভর্তি জিও ব্যাগ ফেলে ভাঙন রোধে চেষ্টা করা হচ্ছে বলে জানায় পানি উন্নয়ন বোর্ড।

এদিকে, গত ২৪ ঘন্টায় যমুনার পানি সিরাজগঞ্জ শহর রক্ষা বাঁধ পয়েন্টে ০৯ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপৎসীমার ৬৬ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। আগামি  কয়েকদিন পানি বৃদ্ধি অব্যাহত থাকতে পারে। শুক্রবার (০৩ সেপ্টেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের শহর রক্ষা বাঁধ পয়েন্টের দায়িত্বে থাকা গেজ মিটার (পানি পরিমাপক) আব্দুল লতিফ।

বিএনএনিউজ/আরকেসি

Loading


শিরোনাম বিএনএ