28 C
আবহাওয়া
১২:৫৩ পূর্বাহ্ণ - সেপ্টেম্বর ১, ২০২৫
Bnanews24.com
Home » বিশিষ্ট পরমাণু বিজ্ঞানী শমশের আলী আর নেই

বিশিষ্ট পরমাণু বিজ্ঞানী শমশের আলী আর নেই


বিএনএ, ঢাকা: ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক, বিশিষ্ট পরমাণু বিজ্ঞানী ও গবেষক ড. এম শমশের আলী মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। ঢাকার একটি হাসপাতালে শনিবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৭ বছর।

শমশের আলীর বড় ছেলে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, আজ রোববার বাদ জোহর ধানমন্ডির ৭ এর বায়তুল আমান মসজিদে তার বাবার জানাজা অনুষ্ঠিত হবে এবং আজিমপুর কবরস্থানে তাকে দাফন করা হবে।

শমশের আলীর জন্ম ১৯৩৭ সালের ২১ নভেম্বর কুষ্টিয়ার ভেড়ামারায়। যশোর জিলা স্কুল থেকে ১৯৫৪ সালে এসএসসি , ১৯৫৬ সালে রাজশাহী কলেজ থেকে এইএসসি পাস করে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ১৯৫৬ সালে পদার্থবিজ্ঞানে অনার্সে ভর্তি হন। সেখান থেকে শ্রেষ্ঠত্বের সঙ্গে ১৯৫৯ সালে অনার্স এবং ১৯৬০ সালে মাস্টার্স পাশ করেন।

শমশের আলীর কর্মজীবন শুরু হয় ১৯৬১ সালে পাকিস্তান আণবিক শক্তি কমিশনে যোগদানের মাধ্যমে । পরবর্তীতে বিভিন্ন সময়ে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) প্রতিষ্ঠাতা উপাচার্য , সাউথ ইস্ট বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা উপাচার্য এবং বাংলাদেশ বিজ্ঞান একাডেমির সভাপতি হিসাবে দ্বায়িত্ব পালন করেছেন।

শমশের আলীর লেখা বইয়ের মধ্যে ‘পবিত্র কোরআনে বৈজ্ঞানিক ইঙ্গিত’, ‘বিজ্ঞান ও প্রযুক্তিতে মুসলিম অবদান’, ‘আলাদিনস রিয়েল ল্যাম্প: সায়েন্স অ্যান্ড টেকনোলজি’ উল্লেখযোগ্য।

বিএনএ/শাম্মী, ওজি

Loading


শিরোনাম বিএনএ