17 C
আবহাওয়া
১০:৩৯ পূর্বাহ্ণ - জানুয়ারি ১৫, ২০২৫
Bnanews24.com
Home » চট্টগ্রা‌মে বিএন‌পি নেতা‌দের বাসায় পাল্টা হামলা

চট্টগ্রা‌মে বিএন‌পি নেতা‌দের বাসায় পাল্টা হামলা

dead

 চট্টগ্রাম :   চট্টগ্রামে আওয়ামী লীগের মন্ত্রী, এমপি ও সিটি মেয়রের বাসায় হামলার পর বিএনপি ও জামায়াত নেতা‌দের  বাসায় পাল্টা হামলা হ‌য়ে‌ছে।

ছাত্রলীগ, যুবলীগ এবং স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা শনিবার (৩ আগস্ট) রাতে এসব হামলা চালান ব‌লে প্রাপ্ত অ‌ভি‌যো‌গে প্রকাশ।

 

চট্টগ্রাম নগর  বিএনপির সাবেক সহদপ্তর সম্পাদক ইদ্রিস আলী গণমাধ‌্যম‌কে ব‌লেন, হামলাকারীরা বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরীর মেহেদীবাগের বাসায় হামলা চালিয়ে গাড়িতে আগুন ধরিয়ে দেয়। সাবেক প্রতিমন্ত্রী মীর নাছির উদ্দিনের  চট্টেশ্বরী রোডের বাসার নিচে থাকা গাড়ি ভাঙচুর করে। নব‌নিযুক্ত  নগর বিএনপির আহবায়ক এরশাদ উল্ল্যাহর পাঁচলাইশের বাসায়ও গাড়ি ভাঙচুর করে।

‌ইদ্রিস আলী ব‌লেন, এ ছাড়া নগর বিএনপির সাবেক সভাপতি ডা. শাহাদাত হোসেনের বাদশা মিয়া চৌধুরী রোডের বাসায় ভাঙচুর করার পাশাপাশি পা‌র্কিং‌য়ে  থাকা বিভিন্ন ফ্ল্যাট মালিকের  ১৮ হ‌তে ২০টি গাড়ি ভাঙচুর করে আগুন লাগিয়ে দেয় হয়।

 

ডা. শাহাদাত হোসেন গণমাধ‌্যম‌কে বলেন, ‘আমি যে ভবনে থাকি সেখানে আমার একটি ফ্ল্যাট । বাকি ২০টি ফ্ল্যাটের মালিকতো রাজনী‌তি ক‌রে না। ভবনের নি‌চে  থাকা সব গাড়ি ভাঙচুর করেছে ছাত্রলীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের সন্ত্রাসীরা। আমার তিনতলার ফ্ল্যাটেও হামলা চালিয়ে কাচ ভাঙচুর করা হ‌য়ে‌ছে।’

স্থানীয় লোকজন ধারণা করছেন, আজ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিছিল থেকে শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, সিটি মেয়র মো. রেজাউল করিম চৌধুরী বাসায় এবং চট্টগ্রাম-১০ আসনের আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য মহিউদ্দিন বাচ্চুর অফিসে হামলার ঘটনা ঘটেছে। এর জের ধরে আওয়ামী লীগের লোকজন মিছিল নিয়ে বিএনপি নেতাদের বাসায় বাসায় হামলা, ভাঙচুর ও আগুন দিয়েছেন।

এদিকে, দলের নেতাদের বাসায় বাসায় হামলার ঘটনার পর বিক্ষুব্ধ হয়ে উঠেছেন বিএনপি নেতাকর্মীরা।

বিএনএ, এস‌জিএন

Loading


শিরোনাম বিএনএ