20 C
আবহাওয়া
২:৪২ পূর্বাহ্ণ - জানুয়ারি ৭, ২০২৫
Bnanews24.com
Home » চট্টগ্রাম সিটি মেয়র রেজাউল করিমের বাসায় হামলা

চট্টগ্রাম সিটি মেয়র রেজাউল করিমের বাসায় হামলা

চট্টগ্রাম সিটি মেয়র রেজাউল করিমের বাসায় হামলা

বিএনএ, চট্টগ্রাম: চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র রেজাউল করিম চৌধুরীর বাসভবনে হামলা-ভাঙচুরের খবর পাওয়া গেছে। এ সময় বাড়ির বিভিন্ন অংশ ভাঙচুর করা হয়। শনিবার (৩ আগস্ট) রাত পৌনে ৮টার দিকে নগরীর বহদ্দারহাট মোড় এলাকায় এ ঘটনা ঘটে।

হামলার সময় বাসায় থাকা মেয়র রেজাউল করিম চৌধুরী গণমাধ্যমকে বলেন, হামলাকারীরা প্রধান ফটক ভেঙে ঘরের আঙিনায় প্রবেশ করে। সেখানে ককটেল বিস্ফোরণ ঘটায়। তবে বাড়ির ভেতরে প্রবেশ করতে পারেনি।

চান্দগাঁও থানার ডিউটি অফিসার এসআই সালমা বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ ফোর্স পাঠানো হয়েছে।

নগর পুলিশের উপ-কমিশনার (উত্তর) মোখলেসুর রহমান বলেন, মিছিল থেকে হামলার খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসেছি। এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছে।

বিএনএনিউজ/ বিএম

Loading


শিরোনাম বিএনএ