বিএনএ ডেস্ক: চলমান পরিস্থিতির মধ্যে শনিবার (৩ আগস্ট) পেশাজীবী সমন্বয় পরিষদ ও শ্রমিক সংগঠনের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে বৈঠক করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বেলা ১১টায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে পেশাজীবী সমন্বয় পরিষদের সঙ্গে বৈঠকের কথা রয়েছে প্রধানমন্ত্রীর। আর বিকেল ৪টায় গণভবনেই তিনি শ্রমিক সংগঠনের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে বৈঠক করবেন। প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্র এই দুই বৈঠকের বিষয় নিশ্চিত করেছে।
এদিকে আগামীকাল রোববার বিকেল সাড়ে ৪টায় গণভবনে সাংস্কৃতিক কর্মীদের সঙ্গে বৈঠকের কথা রয়েছে প্রধানমন্ত্রীর।
বিএনএনিউজ২৪/ এমএইচ