26 C
আবহাওয়া
৬:৪৯ অপরাহ্ণ - জানুয়ারি ১৪, ২০২৫
Bnanews24.com
Home » ভারতের সঙ্গে ফাইনাল খেলবে বাংলাদেশ

ভারতের সঙ্গে ফাইনাল খেলবে বাংলাদেশ

ভারত

বিএনএ স্পোর্টস ডেস্ক: সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে নেপালের সঙ্গে ১-১ ড্র করে ফাইনালে ওঠা নিশ্চিত করেছে বাংলাদেশ। নিজেদের প্রথম ম্যাচে লাল-সবুজের দলের সঙ্গে হেরে আসরের যাত্রা শুরু করেছিল ভারত। এর পর যেন অপ্রতিরোধ্য হয়ে উঠে স্বাগতিকরা। টানা তিন জয় তুলে নিয়ে প্রতিযোগিতার ফাইনালে উঠেছে তারা।

ভুবনেশ্বরের কালিংগা স্টেডিয়ামে মঙ্গলবার লিগ পর্বের শেষ ম্যাচে মালদ্বীপকে ১-০ গোলে হারায় ভারত। ৮৯তম মিনিটে গুরকিরাত সিংয়ের কল্যাণে একমাত্র গোলটি পায় স্বাগতিক দল।

বাংলাদেশের বিপক্ষে হারের পর টানা তিন ম্যাচে দাপুটে জয় পেয়েছে ভারত। শ্রীলঙ্কাকে ৪-০ এবং নেপালকে ৮-০ গোলের বড় ব্যবধানে হারিয়ে ফাইনালে উঠার স্বপ্ন জিইয়ে রাখে তারা।

অবশেষে মালদ্বীপকে ১-০ গোলে হারিয়ে সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের এবারের আসরের ফাইনালে ভারত। অপরদিকে তিন জয় ও এক ড্রয়ে ১০ পয়েন্ট নিয়ে লিগ পর্বের শীর্ষ দল হিসেবে ফাইনাল খেলা নিশ্চিত করে পল থমাস স্মলির দল।

আগামী শুক্রবার শিরোপা নির্ধারণী লড়াইয়ে মুখোমুখি হবে বাংলাদেশ ও ভারত। এ আসরের একমাত্র অপরাজিত দল বাংলাদেশ তাদের গত আসরের হারের প্রতিশোধ নেওয়ার প্রতীক্ষায় থাকবে।

বিএনএনিউজ২৪/ এমএইচ

Loading


শিরোনাম বিএনএ