27 C
আবহাওয়া
৭:২৯ অপরাহ্ণ - ডিসেম্বর ২৬, ২০২৪
Bnanews24.com
Home » শুরুতে ৩ উইকেট হারিয়ে বেকায়দায় অস্ট্রেলিয়া

শুরুতে ৩ উইকেট হারিয়ে বেকায়দায় অস্ট্রেলিয়া

অস্ট্রেলিয়া

বিএনএ, স্পোর্টস ডেস্ক : পাঁচ ম্যাচের টি টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়াকে ১৩২ রানের টার্গেট দিলো বাংলাদেশ। এরপর ১৩২ রানে জয়ের লক্ষ্যে খেলতে নেমে মাত্র ১১ রানে ৩ উইকেট হারিয়েছে অস্ট্রেলিয়া। ইনিংসের প্রথম বলেই অ্যালেক্স কেয়ারিকে বোল্ড করে দিলেন মেহেদি হাসান।

মেহেদির অভাবনীয় সাফল্যের পর  অন্যপ্রান্ত দিয়েও স্পিন দিয়ে আক্রমন চালান টাইগার অধিনায়ক মাহমুদুল্লাহ। বল হাতে দ্বিতীয় ওভারে আক্রমনে এসে চতুর্থ ডেলিভারিতে সাফল্যের দেখা পান বাঁ-হাতি স্পিনার নাসুম আহমেদ। দ্বিতীয় বলে ছক্কা হাঁকানো আরেক ওপেনার জশ ফিলিপকে থামান নাসুম। ৫ বলে ৯ রান করেন ফিলিপ।
মাহেদি-নাসুমের সাফল্য দেখে, তৃতীয় ওভারেই সাকিবকে আক্রমনে আনেন মাহমুদুল্লাহ। অধিনায়কের সিদ্বান্তকে সঠিক প্রমান করেন সাকিব। তৃতীয় ওভারের প্রথম ডেলিভারিতেই মইসেস হেনরিক্সকে বোল্ড করেন সাকিব। ১ রান করেন হেনরিক্স। ফলে ১১ রানে ৩ উইকেট হারিয়ে বেকায়দায় পড়ে অস্ট্রেলিয়া দল।

এরআগে মিরপুর শেরেবাংলায় মঙ্গলবার সন্ধ্য ৬টায় শুরু হয়েছে খেলা।আর টসে জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠায় অস্ট্রেলিয় অধিনায়ক ম্যাথিউ ওয়েড।

অধিনায়কের পরিকল্পনা দুর্দান্তভাবে বাস্তবায়ন করেছে অস্ট্রেলিয়ার বোলাররা। ৪৭টি ডট বল দিতে পেরেছে তারা।টি-টোয়েন্টিতে ৪৭ বল ডট অকল্পনীয়। যে কারণে নির্ধারিত ২০ ওভারে মাত্র ১৩১ রান সংগ্রহ করতে পেরেছে বাংলাদেশ।

শুরুতে ৩ উইকেট হারিয়ে বেকায়দায় না পরলে অস্ট্রেলিয়ার খেলোয়াড়রা হয়তো মামুলি টার্গেট এ পৌঁছে যেত।

বিএনএনিউজ,জিএন

Loading


শিরোনাম বিএনএ