31 C
আবহাওয়া
১২:১৩ অপরাহ্ণ - এপ্রিল ১৮, ২০২৪
Bnanews24.com
Home » স্বাস্থ্যবিধি না মানায় পথচারিকে ২৬০০ টাকা জরিমানা

স্বাস্থ্যবিধি না মানায় পথচারিকে ২৬০০ টাকা জরিমানা

জরিমানা

বিএনএ,চট্টগ্রাম: চট্টগ্রাম নগরে বিভিন্ন এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক)। সরকার নির্দেশিত বিধিনিষেধ না মানায় এ অভিযানে ১৫ পথচারিকে ২ হাজার ৬০০ টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (৩ আগস্ট) চসিকের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মারুফা বেগম নেলী ও স্পেশাল ম্যাজিস্ট্রেট (যুগ্ম জেলা ও দায়রা জজ) জাহানারা ফেরদৌসের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। নগরীর শেখ মুজিব রোড, আগ্রাবাদ, স্টেশন রোড, নিউ মার্কেট, জুবিলী রোড, নন্দনকানন ও মোমিন রোড, মোগলটুলী রোড, ডিটি রোড, কদমতলী, পূর্ব মাদারবাড়ি ও সদরঘাট এলাকায় এ অভিযান পরিচালনা করে চসিকের ভ্রাম্যমাণ আদালত।

নির্বাহী ম্যাজিষ্ট্রেট মারুফা বেগম নেলী বলেন, অযথা বাইরে বের হওয়ায় ১৫ জনকে জরিমানা করা হয়েছে। জরিমানার পাশাপাশি মাস্ক বিতরণ ও জনসচেতনতামূলক প্রচারণা চালানো হয়েছে। করোনা সংক্রমণ রোধে চসিকের অভিযান ও সচেতনতামূলক কার্যক্রম চলমান থাকবে।

বিএনএনিউজ/মনির

Loading


শিরোনাম বিএনএ