25 C
আবহাওয়া
৬:৪৮ অপরাহ্ণ - ডিসেম্বর ২২, ২০২৪
Bnanews24.com
Home » চট্টগ্রামে জুয়ার আসর থেকে আ’লীগ নেতাসহ আটক ৩২

চট্টগ্রামে জুয়ার আসর থেকে আ’লীগ নেতাসহ আটক ৩২


বিএনএ, চট্টগ্রাম : চট্টগ্রাম নগরের খুলশী থানার একটি জুয়ার ক্লাবে অভিযান চালিয়েছে পুলিশ। অভিযানে আ.লীগের নেতাসহ ৩২ জনকে আটক করা হয়। নগরীর ওয়াসার মোড়স্থ মুনতাসির টাওয়ারের ৭ম তলায় অবস্থিত পাহাড়তলী ক্লাবে এই  জুয়ার আসর চলছিল বলে জানায় পুলিশ। এসময় জব্দ করা হয় জুয়া খেলার সরঞ্জামসহ  নগদ টাকা।

মঙ্গলবার (২ জুলাই) রাত ৯টার দিকে খুলশী থানা পুলিশ এই অভিযান চালায়। খুলশী থানা পুলিশ অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন।

তবে পুলিশ আটককৃতদের পরিচয় না জানালেও আটককৃতদের মধ্যে  লালখান বাজার ওয়ার্ড আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক মিজানুর রহমানসহ কয়েকজন নেতা-কর্মীও রয়েছে বলে জানা গেছে। এছাড়াও পুলিশ অভিযানের কথা স্বীকার করলেও আটককৃতদের নাম পরিচয় এবং জব্দকৃত টাকা ও জুয়ার সরঞ্জামের বিবরণ দেয়নি।

বিষয়টি নিশ্চিত করে খুলশী থানার ওসি শেখ নেয়ামত উল্লাহ বলেন, ওয়াসা মোড় এলাকার একটি ভবনে জুয়ার আসরে অভিযান চালানো হয়ছে। অভিযানে ৩২ জনকে আটক এবং জুয়া খেলার সরঞ্জাম ও নগদ টাকা উদ্ধার করা হয়েছে। আটককৃতদের মধ্যে একটি রাজনৈতিক দলের কয়েকজন নেতাও রয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ চলছে। তদন্তের জন্য বিস্তারিত বলা যাচ্ছে না।

বিএনএনিউজ/নাবিদ/ এইচ.এম/হাসনা

Loading


শিরোনাম বিএনএ