14 C
আবহাওয়া
৫:১৫ পূর্বাহ্ণ - জানুয়ারি ৩, ২০২৫
Bnanews24.com
Home » আনোয়ারায় পানিতে ডুবে প্রাণ গেল শিশুর

আনোয়ারায় পানিতে ডুবে প্রাণ গেল শিশুর

আনোয়ারায় পানিতে ডুবে প্রাণ গেল শিশুর

বিএনএ, আনোয়ারা (চট্টগ্রাম): চট্টগ্রামের আনোয়ারায় পুকুরের পানিতে ডুবে মো. সামির (২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (৩ জুলাই) বিকেল ৩টার দিকে উপজেলার হাইলধর ইউনিয়নের পীরখাইন গ্রামের পশ্চিমপাড়া আহসান উল্লাহ বাড়ীতে এ ঘটনা ঘটে।

মৃত শিশু সামির স্থানীয় মো. ফরিদের পুত্র। ফরিদের এক ছেলে এক মেয়ের মধ্যে সামির ছোট ছিল বলে জানা যায়।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, দুপুরে খেলতে গিয়ে সবার অগোচরে পুকুরে পড়ে যায় সামির। পরবর্তীতে তাকে দেখতে না পেয়ে খুঁজাখুঁজির এক পর্যায়ে পুকুর থেকে তাকে উদ্ধার করা হয়।

এ বিষয়ে স্থানীয় ইউপি সদস্য মো. গিয়াস উদ্দিন চৌধুরী বলেন, সামিরকে উদ্ধার করে প্রথমে আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে চমেক হাসপাতালে নেওয়া হয়। তবুও তাকে বাঁচানো সম্ভব হয়নি।

বিএনএনিউজ/এনামুল হক নাবিদ,বিএম

Loading


শিরোনাম বিএনএ