বিএনএ, ঢাকা: রাজশাহী ও সিলেট সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়রদের শপথ পাঠ করিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সোমবার (০৩ জুলাই) দুপুর ১২টার দিকে প্রধানমন্ত্রীর কার্যালয়ে রাজশাহীর মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন ও সিলেটের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী প্রধানমন্ত্রীর কাছে শপথবাক্য পাঠ করেন।
এ সময় দুই সিটির নবনির্বাচিত কাউন্সিলরদের শপথবাক্য পাঠ করান স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম।
গত ২১ জুন অনুষ্ঠিত হয় রাজশাহী ও সিলেট সিটি কর্পোরেশন নির্বাচন। রাজশাহীতে আওয়ামী লীগের এ এইচ এম খায়রুজ্জামান লিটন এবং সিলেটে মো. আনোয়ারুজ্জামান চৌধুরী বিজয়ী হন।
রাজশাহীতে এ এইচ এম খায়রুজ্জমান লিটন নৌকা প্রতীক নিয়ে ৪৬ হাজার ৮০৭ ভোট বেশি পেয়ে জয় লাভ করেন। আর সিলেটে আনোয়ারুজ্জামান নৌকা প্রতীক নিয়ে ৬৯ হাজার ১২৯ ভোট বেশি পেয়ে জয় লাভ করেন।
এর আগে সকাল ১০টায় আরেক অনুষ্ঠানে গাজীপুর, খুলনা ও বরিশালের নবনির্বাচিত মেয়র ও কাউন্সিলররা শপথ পাঠ করেন। এ সময় মঞ্চে আরো উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য। অনুষ্ঠান সঞ্চালনা করেন, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিব মুহম্মদ ইবরাহিম।
বিএনএ/এমএফ/ এইচ এইচ