20 C
আবহাওয়া
২:২৮ পূর্বাহ্ণ - ডিসেম্বর ২৭, ২০২৪
Bnanews24.com
Home » হজ পালন শেষে দেশে ফিরেছেন রাষ্ট্রপতি

হজ পালন শেষে দেশে ফিরেছেন রাষ্ট্রপতি


বিএনএ, ঢাকা: পবিত্র হজ পালন শেষে দেশে ফিরেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। রোববার (২ জুলাই) রাত ২টায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ভিভিআইপি ফ্লাইটে তিনি ঢাকায় পৌঁছেন।

রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিআইপি কমপ্লেক্সে রাষ্ট্রপতিকে অভ‍্যর্থনা জানান মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন, ডিপ্লোমেটিক কোরের ডিন মাজিদ হালিম, বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত এসা ইউসেফ আল দুহাইলান, তিন বাহিনীর প্রধান, প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ‍্যসচিব, জননিরাপত্তা বিভাগের সচিব, রাষ্ট্রপতির কার্যালয়ের সচিবসহ সামরিক ও বেসামরিক কর্মকর্তারা।

এর আগে সৌদি সরকারের রাজকীয় অতিথি হিসেবে হজ পালনের জন্য ১০ দিনের সফরে সৌদি আরব যান রাষ্ট্রপতি ও তার পরিবারের সদস্যরা। পবিত্র হজের আনুষ্ঠানিকতার শেষ দিনে গত শুক্রবার রাতে মদিনা পৌঁছান রাষ্ট্রপতি। সেখান থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ভিভিআইপি ফ্লাইটে রাতে ঢাকায় ফেরেন তিনি।

বিএনএ/এমএফ/ এইচ এইচ

Loading


শিরোনাম বিএনএ