16 C
আবহাওয়া
১২:০৪ অপরাহ্ণ - ডিসেম্বর ২২, ২০২৪
Bnanews24.com
Home » অস্ত্র রেখে কাপড় ব্যবসায়ীকে ফাঁসাতে গিয়ে আটক ৩

অস্ত্র রেখে কাপড় ব্যবসায়ীকে ফাঁসাতে গিয়ে আটক ৩

অস্ত্র রেখে কাপড় ব্যবসায়ীকে ফাঁসাতে গিয়ে আটক ৩

বিএনএ, চট্টগ্রামঃ চট্টগ্রামের টেরীবাজারে দোকানে অস্ত্র রেখে কাপড় ব্যবসায়ী’কে ফাঁসাতে গিয়ে সংবাদদাতা এবং কর্মচারী নিজেরাই র‌্যাবের অস্ত্র আইনের মামলায় জড়িয়ে পড়লেন।শনিবার( ২ জুলাই)  অস্ত্রসহ তাদেরকে আটক করা হয়।

আটককৃতরা হচ্ছে , আব্দুল শুক্কুর @ শুক্কুর মিস্ত্রি (৪০),মোঃ ইউসুফ সৌরভ (১৯),মোজাম্মেল হক (৪২)

ওয়ান শুটারগান

র‌্যাব-৭, জানায়, গোপন সূত্রে জানা যায় যে, চট্টগ্রাম মহানগরীর কোতোয়ালী থানাধীন টেরী বাজার এলাকার সিটি টাওয়ারের ল্যান্ডমার্ক টেইলার্স নামক একটি দোকানের মধ্যে কতিপয় ব্যক্তি মাদকদ্রব্য বিক্রয়ের উদ্দেশ্যে মজুদ রেখেছে।অনুসন্ধানে বিষয়টির সত্যতা পেয়ে অভিযানকালে তল্লাশী করে দোকান থেকে ১টি ওয়ান শুটারগান পাওয়া যায়।স্থানীয় লোকদের জিজ্ঞাসাবাদে জানা যায়, উক্ত আগ্নেয়াস্ত্রটি দোকান মালিক মোঃ এয়াকুব আলী’কে ফাঁসানোর জন্য কৌশলে তার দোকানে রাখা হয়েছিল । এ সময় সংবাদদাতা ও কর্মচারীকে আটক করেছে র‌্যাব।

এ ব্যাপারে  সিএমপি-র কোতোয়ালী থানায় অস্ত্র আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

বিএনএ/ এফ,এ/ ওজি

Loading


শিরোনাম বিএনএ