16 C
আবহাওয়া
১০:৫৯ পূর্বাহ্ণ - জানুয়ারি ২২, ২০২৫
Bnanews24.com
Home » করোনা আক্রান্ত প্রিয়াঙ্কা গান্ধী

করোনা আক্রান্ত প্রিয়াঙ্কা গান্ধী


বিএনএ, বিশ্বডেস্ক : করোনায় আক্রান্ত হয়েছেন ভারতীয় জাতীয় কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধী ভদ্র। কোভিড-১৯ শনাক্ত হওয়ার পর তিনি কোয়ারেনটাইনে আছেন।

প্রিয়াঙ্কা গান্ধী শুক্রবার (৩ জুন) একথা জানান।

তিনি বলেন, আমার দেহে কোভিড-১৯ ইতিবাচক সনাক্ত হওয়ার পর মৃদু লক্ষণ দেখা দিয়েছে। আমি বাড়িতে কোয়ারেন্টাইনে রয়েছি। খবর
তিনি আরো বলেন, “যারা আমার সংস্পর্শে এসেছেন তাদের প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন করার জন্য অনুরোধ জানাচ্ছি।”

প্রিয়াঙ্কা গান্ধী বুধবার লক্ষ্ণৌতে রাজ্য-স্তরের ‘চিন্তন শিবির’-এ বক্তৃতা করে বৃহস্পতিবার দিল্লী ফিরেছেন।

একদিন আগে, তার মা এবং দলের সভাপতি সোনিয়া গান্ধীর দেহে করোনাভাইরাস সনাক্ত হয়।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ