26 C
আবহাওয়া
১২:৫০ অপরাহ্ণ - জানুয়ারি ৫, ২০২৫
Bnanews24.com
Home » চট্টগ্রামে করোনা : মৃত্যু ১, নতুন আক্রান্ত ১১১

চট্টগ্রামে করোনা : মৃত্যু ১, নতুন আক্রান্ত ১১১

কোভিড-১৯

বিএনএ, চট্টগ্রাম : গত ২৪ ঘণ্টায় ( মঙ্গলবার সকাল ৮টা থেকে বৃধবার সকাল ৮টা পর্যন্ত) চট্টগ্রামে ৮৪৪টি নমুনা পরীক্ষায় ১১১ জন করোনায় আক্রান্ত হয়েছে। যাদের নগরে ৭৪ জন এবং উপজেলায় ৩৭ জন। এ নিয়ে চট্টগ্রামে করোনায় আক্রান্তের সংখ্যা ৫৩ হাজার ৭৫৩ জন। এসময় নগরে করোনায় আক্রান্ত হয়ে ১ জনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার ( ৩ জুন) চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এসব তথ্য জানা যায়।

ওই প্রতিবেদনে বলা হয়েছে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ল্যাবে ১৪১টি নমুনা পরীক্ষায় ২৫ জন, বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেসে (বিআইটিআইডি) ২৬২টি নমুনা পরীক্ষায় ২৬ জন, চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) ল্যাবে ৫৫টি নমুনা পরীক্ষায় ৫ জন, চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু) ল্যাবে ১০৮টি নমুনা পরীক্ষায় ১৫ জন, চট্টগ্রাম জেনারেল হাসপাতালের রিজিওনাল টিবি রেফারেল ল্যাবরেটরিতে ২৭টি নমুনা পরীক্ষায় ১২ জন, কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে চট্টগ্রামের ২টি নমুনা পরীক্ষায় ১ জন, শেভরণ ক্লিনিক্যাল ল্যাবরেটরিতে ২২০টি নমুনা পরীক্ষায় ১৮ জন এবং চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ল্যাবে ১১টি নমুনা পরীক্ষায় ৩ জন এবং চট্টগ্রাম মেডিকেল সেন্টার ১৫টি নমুনা পরীক্ষায় ৪ জন এবং পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩টি নমুনা পরীক্ষায় ১ জন করোনায় আক্রান্ত হয়েছে। এদিন ইম্পেরিয়াল হাসপাতাল ল্যাবে নমুনা পরীক্ষা হয়নি।

চট্টগ্রাম সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি বলেন, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ১১১ জন বেড়ে করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছ ৫৩ হাজার ৭৫৩ জন । যাদের মধ্যে নগরে ৪২ হাজার ৭৬৫ জন এবং উপজেলার ১০ হাজার ৯৮৮ জন। একই সময় করোনা রোগে আক্রান্ত হয়ে ৩ জনের মৃত্যু বেড়ে দাঁড়িয়েছে ৬২৬জন। যাদের  নগরে ৪৪৮ জন এবং উপজেলার ১৭৮ জন।

 বিএনএনিউজ২৪/ আমিন

Loading


শিরোনাম বিএনএ