19 C
আবহাওয়া
৯:২৭ অপরাহ্ণ - জানুয়ারি ৯, ২০২৫
Bnanews24.com
Home » বিদায় নেতানিয়াহু : সরকার গঠনের পথে ইসরায়েলের বিরোধীদল

বিদায় নেতানিয়াহু : সরকার গঠনের পথে ইসরায়েলের বিরোধীদল

ইসরায়েল

বিএনএ বিশ্ব ডেস্ক : বিশ্বের একমাত্র ইহুদি রাষ্ট্র ইসরায়েলের ক্ষুদ্র ক্ষুদ্র দলগুলোর জোট সরকার গঠনে ঐক্যমত্যে পৌঁছানের মধ্য দিয়ে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ১২ বছরের প্রধানমন্ত্রিত্বের বিদায় ঘণ্টা বেজে গেছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির খবরে এ কথা বলা হয়েছে।

বিবিসির খবরে বলা হয়েছে, মধ্যমপন্থি দল ইয়েশ আতিদ পার্টির নেতা ইয়াইর লাপিদ আট দলীয় জোট গঠন করেছে। ডানপন্থি দল ইয়ামিনা পার্টির প্রধান নাফতালি বেনেট প্রথমে ২ বছরের জন্য প্রধানমন্ত্রী ও পরবর্তী সময়ে একই পদে বসবেন ইয়াইর লাপিদ। আগামী বুধবার দেশটির পার্লামেন্ট নিসেটে জোট সরকারকে আস্থাভোটে জয়লাভ করতে হবে।

এক বিবৃতিতে লাপিদ বলেন, ‘এই জোট সব ইসরায়েলির জন্য কাজ করবে, যাঁরা আমাদের ভোট দিয়েছেন এবং যাঁরা দেননি। বিরোধীদলের প্রতি শ্রদ্ধা রেখেই ইসরায়েলের সমাজের একতা ধরে রাখতে সবকিছু করবে এই জোট।’

জোটের দলগুলো হচ্ছে—

১. ইয়েশ আতিদ (মধ্যপন্থি), নেতা : ইয়াইর লাপিদ (১৭টি আসন)

২. কাহোল লাভান (নীল ও সাদা) (মধ্যপন্থি), নেতা : বেনি গান্টজ (আটটি আসন)

৩. ইসরায়েল বেইতেইনু (মধ্য-ডানপন্থি জাতীয়তাবাদী), নেতা : আভিগদর লিবারম্যান (সাতটি আসন)

৪. লেবার (সোশ্যাল-ডেমোক্র্যাটিক), নেতা : মেরাভ মিকায়েলি (সাতটি আসন)

৫. ইয়ামিনা (ডানপন্থি), নেতা নাফতালি বেনেট (সাতটি আসন)

৬. নিউ হোপ (মধ্য ডান থেকে ডানপন্থি), গিদিওন সা’র (ছয়টি আসন)

৭. মেরেৎজ (বাম, সোশ্যাল-ডেমোক্র্যাটিক), নেতা নিৎজান হোরোউইৎজ (ছয়টি আসন)

৮. রাম (আরব ইসলামপন্থি), নেতা : মানসুর আব্বাস (চারটি আসন)

এরআগে, মতাদর্শগত দিক থেকে জোটবদ্ধ আটটি দলের মধ্যে মিল একেবারেই কম। এ কারণে সবার ধারণা ছিল এমন জোটগঠন প্রায় অসম্ভব। তবে বেনিয়ামিন নেতানিয়াহুকে প্রধানমন্ত্রীর পদ থেকে সরাতে বদ্ধপরিকর তারা। বিরোধীদল সরকার গঠন করলে নেতানিয়াহুর দল লিকুদ পার্টি দেশটির সংসদে বিরোধী দলের আসনে বসতে বাধ্য হবে।

বিএনএনিউজ২৪/এসজিএন/এমএইচ

Loading


শিরোনাম বিএনএ