19 C
আবহাওয়া
৯:১৮ অপরাহ্ণ - জানুয়ারি ৯, ২০২৫
Bnanews24.com
Home » ইসরায়েলের রাজনীতিতে টানটান উত্তেজনা,বিক্ষোভ

ইসরায়েলের রাজনীতিতে টানটান উত্তেজনা,বিক্ষোভ

ইসরায়েল

বিএনএ, বিশ্ব ডেস্ক:  ইসরায়েলের রাজনীতিতে গত ৪৮ঘন্টা ধরে চলছে টানটান উত্তেজনা,বিক্ষোভ ও আনন্দ। এরই মধ্যে হয়ে গেল প্রেসিডেন্ট নির্বাচন।বর্তমান প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু’র বিরোধীরা নির্বাচনে জয় পেয়ে ক্ষমতার পালাবদলে একধাপ এগিয়েছে। স্থানীয় সময় বুধবার(২জুন) রাত ১২টার আগে  উগ্র ডানপন্থী দলগুলো নতুন জোট গঠন, ক্ষমতা ভাগাভাগি করতে বার বার বৈঠক কথাবার্তা চালিয়ে যাচ্ছে। ৮টি দলের জোটে ৫টি দলের নেতারা স্বাক্ষর করেছেন।  স্থানীয় সময় গতকাল সোমবার রাতভর তারা বৈঠক করেছে। বুধবারের মধ্যেই একটি চূড়ান্ত চুক্তিতে পৌঁছানোর কথা তাদের।

এর আগে দেশটির সাবেক এক  প্রেসিডেন্টের পুত্র  লেবার পার্টির সাবেক প্রধান আইজাক হারজগ(৬০) দেশটির ১১তমপ্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন।  বুধবার(২জুন) ইসরায়েলের জাতীয় সংসদ নেসেটে (পার্লামেন্টে) সদস্যদের গোপন ভোটে এই নির্বাচন অনুষ্ঠিত হয়।সূত্র: জেরুসালেম পোস্ট।

নেতানিয়াহুর দাবার চাল কাজে লাগে নি 

বিরোধী দলগুলোর চুক্তির বৈধতাকে চ্যালেঞ্জ করেছিল নেতানিয়াহুর রাজনৈতিক দল লিকুদ পার্টি। তবে তাঁর ক্ষমতা টিকিয়ে রাখার সবশেষ চেষ্টাটিও প্রত্যাখ্যান করেছেন ইসরায়েলের প্রেসিডেন্ট রুভেন রিভলিন। তিনি বলেছেন, সব ঠিক আছে। নির্দিষ্ট সময় পর্যন্ত অপেক্ষায় থাকুন।

বুধবার রাতে রাজনৈতিক দল লিকুদ পার্টি শেষ পর্যন্ত সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে অনুসরণ করছেন। পথে নামিয়ে দিয়েছেন সমর্থকদের। তারা ক্ষুদ্র ক্ষুদ্র দলে তেলআবিব ও জেরুসালেমে বিক্ষোভ করছে।

United Arab List leader Mansour Abbas on his way to meet with Yair Lapid and Naftali Bennett at the Kfar Maccabiah Hotel on Wednesday.

শেষ পর্যন্ত ইউনাইটেড আরব লিস্ট নামক দলের নেতা মানসুর আব্বাস শেষ পর্যন্ত আতিদের নেতা ইয়ার লাপিড এর সাথে চুক্তি করেছে। তারা সরকার গঠন করতে যাচ্ছে। এটি সফল হলে ১২বছর পর নেতানিয়াহুর রাজনৈতিক দল লিকুদ পার্টি বিরোধী দল ক্ষমতা থেকে ছিটকে পড়বে।

 

কোয়ালিশন সরকার গঠনে নাটকীয়তা

ক্ষুদ্র ক্ষুদ্র দলগুলো লেপিড ও বেনেটের নেতৃত্বে কোয়ালিশন সরকার গঠনে অনেক এগিয়েছে। ডেটলাইন শেষ হবার আগেই তারা হয়তো স্পীকারকে চুক্তির বিষয় জানাবেন। তবে ক্ষমতার ভাগাভাগির আলোচনা শেষ না হলে স্পীকার তাদের সরকার গঠনে সোমবার পর্যন্ত দিতে পারে বলে রাজনীতিকরা ধারণা করছেন। সে ক্ষেত্রে আগামি বুধবার দেশটির পার্লামেন্টে নতুন সরকারের আস্থা ভোট গ্রহণ করা হতে পারে।

নতুন কোয়ালিশন সরকার গঠিত হলে নেতানিয়াহুর রাজনৈতিক দল লিকুদ পার্টি বিরোধী দলের আসনে বসবে। আজ বুধবার রাতেই নতুন সরকার গঠনের সম্ভাবনা রয়েছে বলেও অনেকে জানান।

 

বিএনএনিউজ২৪/এসজিএন

Loading


শিরোনাম বিএনএ