28.2 C
আবহাওয়া
৯:০৫ অপরাহ্ণ - অক্টোবর ৭, ২০২৪
Bnanews24.com
Home » ইউক্রেন যুদ্ধ যেভাবে তাইওয়ানকে সমস্যায় ফেলেছে

ইউক্রেন যুদ্ধ যেভাবে তাইওয়ানকে সমস্যায় ফেলেছে


বিএনএ, বিশ্বডেস্ক : ইউক্রেনে বিমান বিধ্বংসী মার্কিন ক্ষেপণাস্ত্রের চাহিদা বেড়ে যাওয়ায় পূর্বঘোষিত সময় অনুযায়ী তাইওয়ান ঐ অস্ত্রের চালান নাও পেতে পারে। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় এ আশঙ্কা প্রকাশ করেছে ।

মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, আমেরিকা তাইওয়ানকে যেসব বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্র দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে ইউক্রেনে সেগুলোর চাহিদা এখন ব্যাপক। এরিমধ্যে আমেরিকায় এ ধরণের ক্ষেপণাস্ত্রের মজুদ অনেক কমে গেছে। উৎপাদন বৃদ্ধির ক্ষেত্রেও রয়েছে নানা প্রতিবন্ধকতা। এ কারণে সময়মতো তাইওয়ানে ক্ষেপণাস্ত্রের চালান নাও পৌঁছাতে পারে।

তাইওয়ানের গণমাধ্যম জানিয়েছে, ২০১৯ সালের চুক্তি অনুযায়ী রেইথিয়ন কোম্পানির নির্মিত আড়াইশ’ ক্ষেপণাস্ত্র তাইওয়ানকে দেবে আমেরিকা। ২০২৬ সালের মধ্যে এসব ক্ষেপণাস্ত্র হস্তান্তর প্রক্রিয়া শেষ হওয়ার কথা রয়েছে।

তাইওয়ানের সেনাবাহিনীর পক্ষ থেকেও আমেরিকার অস্ত্র হস্তান্তর প্রক্রিয়ায় বিলম্বের কথা স্বীকার করা হয়েছে। তারা বলেছে, বিলম্বের খবরের সত্যতা রয়েছে। (পার্সটুডে)

বিএনএনিউজ/এইচ.এম।

 

Loading


শিরোনাম বিএনএ