14 C
আবহাওয়া
১১:১৯ পূর্বাহ্ণ - জানুয়ারি ৩, ২০২৫
Bnanews24.com
Home » নীলফামারীতে সেমাই ফ্যাক্টরিতে আগুন

নীলফামারীতে সেমাই ফ্যাক্টরিতে আগুন

আনোয়ারায় আগুনে পুড়ে নিঃস্ব ৬পরিবার

বিএনএ, নীলফামারী : নীলফামারী জেলার বিসিক শিল্পনগরীতে অবস্থিত একটি সেমাই ফ্যাক্টরিতে অগ্নিকাণ্ড ঘটেছে। মঙ্গলবার (২ এপ্রিল) দিবাগত রাত ১টার দিকে এ অগ্নিকাণ্ড ঘটে। আগুনে সেমাই কারখানাটির সম্পূর্ণ মালামাল ও ঈদের জন্য তৈরি সেমাই পুড়ে গেছে।

স্থানীয়রা জানান, সেমাই তৈরির কারখানার চুলা থেকে আগুনের সূত্রপাত হয়ে দ্রুত ছড়িয়ে পড়ে। সৈয়দপুর দমকল বাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

সৈয়দপুর দমকল বাহিনীর স্টেশন ইনচার্জ হামিদুর রহমান জানান, আগুন লাগার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। আগুন নেভাতে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট কাজ করেছে।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ