20 C
আবহাওয়া
৮:২৯ অপরাহ্ণ - ডিসেম্বর ২১, ২০২৪
Bnanews24.com
Home » ঢাকার কালোবাজারি চট্টগ্রামে গ্রেপ্তার

ঢাকার কালোবাজারি চট্টগ্রামে গ্রেপ্তার

রাজধানীতে মলমপার্টি-ছিনতাইকারী চক্রের ২৬ জন গ্রেপ্তার

বিএনএ, চট্টগ্রাম: রাজধানী ঢাকার মাদক, কালোবাজারিসহ একাধিক মামলার পলাতক আসামি জাহিদ হোসেনকে (৪৪) গ্রেপ্তার করেছে র‍্যাব। বৃহস্পতিবার (৩১) মার্চ দুপুর দেড়টায় পতেঙ্গার মহাজন টাওয়ার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

রোববার (৩ এপ্রিল) বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নুরুল আবছার। গ্রেপ্তার জাহিদ হোসেন রাজধানীর মোহাম্মদপুর থানার লালমাটিয়া এলাকার মৃত আক্তার হাসেনের ছেলে।

সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নুরুল আবছার জানান, ঢাকার মোহাম্মদপুর থানায় রুজুকৃত কালো বাজারি, মাদক ব্যবসায় ও বিভিন্ন সহিংসতার অপরাধে ১৩টি মামলা ও ৪টি ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি জাহিদ হোসেন নগরের পতেঙ্গার মহাজন টাওয়ারে অবস্থান করছে এমন খবর পেয়ে র‌্যাব পতেঙ্গায় অভিযান চালায়। অভিযানে আসামি জাহিদ হোসেনকে গ্রেপ্তার করা হয়। তাকে মোহাম্মদপুর থানা পুলিশের কাছে হন্তান্তর করা হয়েছে।

বিএনএ/এমএফ

Loading


শিরোনাম বিএনএ