30 C
আবহাওয়া
১২:২৬ পূর্বাহ্ণ - মে ১১, ২০২৫
Bnanews24.com
Home » সরকারের লক্ষ্য জনগণের সার্বিক উন্নয়ন: প্রধানমন্ত্রী

সরকারের লক্ষ্য জনগণের সার্বিক উন্নয়ন: প্রধানমন্ত্রী

জনগণের সার্বিক উন্নয়ন সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী

বিএনএ, ঢাকাবর্তমান সরকারের লক্ষ্য জনগণের সার্বিক উন্নয়ন উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘আমি শুধু প্রধানমন্ত্রী না, আমি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের কন্যা। আমার দায়িত্ব হচ্ছে এ দেশের প্রতিটি মানুষের মৌলিক অধিকার সুনিশ্চিত করা।

রবিবার (৩ এপ্রিল) সকালে আইন ও প্রশাসন প্রশিক্ষণ কোর্সের সমাপনী ও সনদ বিতরণী অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে এ কথা বলেন তিন।

প্রধানমন্ত্রী বলেন, ৭৫ এর পর যারা ক্ষমতায় এসেছে, তাদের ক্ষমতাটা ছিল ভোগের বস্তু। তারা সেটা দিয়ে নিজের ভাগ্য গড়তে চেষ্টা করেছিল। এ অঞ্চলের মানুষ তখন নির্যাতিত-নিপীড়িত, শোষিত-বঞ্চিত ছিল। তবে ১৫ আগস্টের আগে শোষিত-বঞ্চিত মানুষকে শোষণ-বঞ্চনার হাত থেকে মুক্ত করার জন্যই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আজীবন সংগ্রাম করেছেন।

আইন ও প্রশাসন প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী
আইন ও প্রশাসন প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী

প্রশিক্ষণার্থীদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, মাঠ প্রশাসক হিসেবে আপনারা কাজ করার সুযোগ পাচ্ছেন। বাংলাদেশকে ২০৪১ সালের মধ্যে উন্নত দেশ হিসেবে প্রতিষ্ঠা করার যে পরিকল্পনা নেয়া হয়েছে, সেই পরিকল্পনা বাস্তবায়নে মূল কারিগর আপনারাই হবেন। কাজেই এখন থেকে আপনাদের সেভাবে কাজ করতে হবে।

শেখ হাসিনা বলেন, মন্ত্রণালয়ের প্রজেক্টগুলো বিভিন্ন এলাকায় কার্যকর হয়। অনেক সময় সেসব এলাকায় কাজের সময় জমি নির্দিষ্ট করা বা এ ধরনের নানা কাজে সমস্যা দেখা দেয়। সেখানে আমি মনে করি, সমন্বয় একান্তভাবে প্রয়োজন। কাজগুলো যাতে সুপরিকল্পিতভাবে হয়। সে দিকটায় বিশেষ দৃষ্টি দেয়া উচিত।

প্রধানমন্ত্রী বলেন, স্বাধীনতার সুফল যেন বাংলাদেশের প্রত্যেকটা মানুষের ঘরে পৌঁছায়, সেটাই আমাদের লক্ষ্য।

বিএনএ/ এ আর

Loading


শিরোনাম বিএনএ