30 C
আবহাওয়া
১২:২৪ পূর্বাহ্ণ - মে ১১, ২০২৫
Bnanews24.com
Home » ইমরান খানের আহ্বানে পার্লামেন্ট ভেঙে দিলেন পাকিস্তানের প্রেসিডেন্ট

ইমরান খানের আহ্বানে পার্লামেন্ট ভেঙে দিলেন পাকিস্তানের প্রেসিডেন্ট

পাকিস্তানের সংসদ ভেঙে দিলেন প্রেসিডেন্ট

বিএনএ, ঢাকা: পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের আহ্বানে সাড়া দিয়ে জাতীয় পরিষদ ভেঙে দিয়েছেন প্রেসিডেন্ট আরিফ আলভি। পাশাপাশি তিন মাসের মধ্যে নির্বাচনের ঘোষণা দেন তিন।

তবে সিদ্ধান্ত পরিবর্তন না করা পর্যন্ত পার্লামেন্টে অবস্থানের ঘোষণা দিয়েছেন বিরোধীরা।

রবিবার (৩ এপ্রিল) সংবিধানের পঞ্চম অনুচ্ছেদের সঙ্গে সাংঘর্ষিক হওয়ায় ইমরান খানের বিরুদ্ধে বিরোধীদের আনা অনাস্থা প্রস্তাব জাতীয় পরিষদের ডেপুটি স্পিকার নাকচ করে দেন।  পরে ইমরান খান জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে প্রেসিডেন্টকে পার্লামেন্ট ভেঙে দেয়ার পরামর্শ দেন।

এসময় অনাস্থা প্রস্তাব নাকচ করে দেয়ায় দেশবাসীকে অভিনন্দন জানিয়ে ইমরান খান বলেন, ‘ডেপুটি স্পিকার শাসন পরিবর্তনের প্রচেষ্টা এবং বিদেশি ষড়যন্ত্রকে প্রত্যাখ্যান করেছেন। বলেন, ভয় পাওয়ার কিছু নেই। সৃষ্টিকর্তা পাকিস্তানের পক্ষে আছেন।

ইমরান খান বলেন, গণতন্ত্রপন্থীদের জনগণের কাছে যেতে হবে। নির্বাচন হওয়া উচিত যাতে জনগণ সিদ্ধান্ত নিতে পারে যে তারা কাকে ক্ষমতায় চায়।

ইমরান খান বলেন, ‘আইন প্রণেতাদের ভোট কিনতে যে বিলিয়ন রুপি ব্যয় করা হয়েছে, তা পুরোপুরি বিফলে যাবে। যারা এই অর্থ নিয়েছেন তারা যেন তা এতিমখানা অথবা গরিবদের দান করে দেন।

নির্বাচনের জন্য প্রস্তুতি নেয়ার আহ্বান জানিয়ে ইমরান খান বলেন, দেশের ভবিষ্যৎ কী হবে তা কোনো দুর্নীতিবাজ শক্তি নির্ধারণ করবে না।

বিএনএ/ এ আর

Loading


শিরোনাম বিএনএ