14 C
আবহাওয়া
১১:২৮ পূর্বাহ্ণ - জানুয়ারি ৩, ২০২৫
Bnanews24.com
Home » পুত্রবধূসহ করোনায় আক্রান্ত মৌসুমী

পুত্রবধূসহ করোনায় আক্রান্ত মৌসুমী

মৌসুমী

বিনোদন ডেস্ক: করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন জনপ্রিয় চিত্রনায়িকা মৌসুমী। ওমর সানি-মৌসুমী দম্পতির ছেলে ফারদিন ও তার স্ত্রী সাদিয়া রহমান আয়েশাও করোনা পজিটিভ।

শুক্রবার (২ এপ্রিল) দুপুরে গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন ওমর সানী।  তিনি জানান, আপাতত ঘরে তাদের চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে। শনিবার সবার কোভিড–১৯ টেস্ট করানো হবে।

ক’দিন আগেই ধুমধাম করে একমাত্র ছেলে ফারদিনের বিয়ে দিয়েছেন ওমর সানি-মৌসুমী। বিয়ের দাওয়াতে আগত কয়েকজন আত্মীয়-স্বজনও করোনায় আক্রান্ত হয়েছেন বলে জানিয়েছেন ওমর সানি। আপাতত চিকিৎসকের পরামর্শে বাসায় চিকিৎসা নিচ্ছেন তারা।

ওমর সানি তার ফেসবুকে একটি স্ট্যাটাসে দিয়েছেন। এতে তিনি লিখেন, আমার স্ত্রী, আমার ছেলে নতুন বৌমা, বাসার অন্য সদস্য এবং আত্মীয়-স্বজন, আমার প্রিয় কজন মানুষ অসুস্থ। আপনারা দোয়া করবেন সবাই যেন সুস্থ হয়ে যান। আর আমার জন্য দোয়া করবেন আল্লাহ যেন আমাকে সুস্থ রাখেন।

বিএনএনিউজ২৪/এমএইচ

Loading


শিরোনাম বিএনএ