বিএনএ, চট্টগ্রাম : চট্টগ্রামে ছিনতাইকারীর ছুরিকাঘাতে এক যুবক নিহত হয়েছেন। রোববার (২ মার্চ) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে শাহ আমানত মাজার সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। তবে নিহত যুবক এবং আটক ছিনতাইকারীর নাম-পরিচয় জানা যায়নি।
এ ঘটনায় পিটুনি দিয়ে ওই ছিনতাইকারীকে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয়রা।
প্রত্যক্ষদর্শীরা জানান, ওই ছিনতাইকারীকে লালদিঘী মোড় থেকে ধাওয়া করছিলেন স্থানীয়রা। একপর্যায়ে তাকে সামনে থেকে আটকাতে যান এক যুবক। এ সময় ওই যুবককে ছুরিকাঘাত করে ছিনতাইকারী। অতিরিক্ত রক্তক্ষরণে ওই যুবক মারা যান। এ সময় স্থানীয়রা ছিনতাইকারীকে ধরে গণপিটুনি দেয়। পরে তাকে পুলিশ গিয়ে আটক করে চট্টগ্রাম জেনারেল হাসপাতালে ভর্তি করায়।
বিএনএ/ ওজি/শাম্মী