24 C
আবহাওয়া
৩:৪৩ পূর্বাহ্ণ - মার্চ ২৯, ২০২৪
Bnanews24.com
Home » এক ম্যাচ থাকতেই টাইগারদের সিরিজ হার

এক ম্যাচ থাকতেই টাইগারদের সিরিজ হার

এক ম্যাচ থাকতেই টাইগারদের সিরিজ হার

বিএনএ: এক ম্যাচ হাতে থাকতেই ইংল্যান্ডের কাছে ওয়ানডে সিরিজ হারলো টাইগার বাহিনী। সিরিজের দ্বিতীয় ম্যাচে ১৩২ রানের বিশাল ব্যাবধানে হেরেছে তামিম ইকবালের দল।

ইংল্যান্ডর দেয়া ৩২৭ রানের পাহাড় সমান টার্গেটে তাড়া করতে নেমে শুরুতে হোঁচট খায় বাংলাদেশের ব্যাটাররা। দলীয় ৯ রানের মাথায় হারায় ৩ উইকেট। লিটন দাস, শান্ত ও মুশফিকুর রহিম ফিরে যান ব্যর্থ হয়ে।

এরপর তামিম ও সাকিবের জুটি থেকে ১১১ বলে আসে ৭৯ রান। তামিম ৬৫ বলে ৩৫ রানে আউট হলে মাহমুদউল্লাহ’র সাথে ৪৪ বলে ৩৪ রান তোলেন সাকিব। ৬৯ বলে ৫৮ রানে সাকিব ফিরে গেলে আফিফকে সাথে নিয়ে ৪৭ বলে ৩৮ রান তোলেন মাহমুদউল্লাহ। এরপর বাংলাদেশের আর কোনো ব্যাটার ক্রিজে থিতু হতে পারেন নি। শেষ পর্যন্ত ৪৪ ওভার ৪ বলে ১৯৪ রানে অলআউট হয় টাইগাররা।

ইংল্যান্ডের পক্ষে স্যাম কুরান ও আদিল রশিদ ৪টি করে এবং ১টি উইকেট শিকার করেন মঈন আলী।

জয়ের পর মাঠ ছাড়ছেন ইংলিশ ক্রিকেটারা
জয়ের পর মাঠ ছাড়ছেন ইংলিশ ক্রিকেটারা

এর আগে শুক্রবার (৩ মার্চ) শুক্রবার দুপুরে মিরপুর স্টেডিয়ামে ম্যাচটি শুরু হয়। টস জিতে ইংল্যান্ডকে আগে ব্যাটিং করার আমন্ত্রণ জানান তামিম ইকবাল।

জেসন রায় ও সল্টের উদ্বোধনী জুটিতে ৩৯ বলে আসে ২৫ রান। সল্ট ৭ রানে ফিরে গেলে ড্যাভিড মালানকে সাথে নিয়ে ৫৪ বলে ৫৮ রানের জুটি গড়েন রায়। মালান ১১ রান করে আউট হলে বাটলারকে সাথে নিয়ে ৯৩ বলে ১০৯ রানের বড় জুটি গড়েন জেসন রায়। ১২৪ বলে ১৩২ রান করে জেসন রায় ফিরে গেলে মঈন আলীকে সাথে নিয়ে ৪২ বলে ৫২ রানের জুটি গড়েন বাটলার।

৬৪ বলে ৭৬ রানের দারুণ ইনিংস উপহার দিয়ে ফিরে যান বাটলার। পরে স্যাম কুরানকে সাথে নিয়ে ২৪ বলে ৩৯ রান দারুণ ইনিংস খেলেন মঈন আলী। ৩৫ বলে ৪২ রান করে মঈন আলী ফিরে গেলে আদিল রশিদকে সাথে নিয়ে ১৫ বলে ২৭ রানের ঝড়ো ইনংস খেলেন স্যাম কুরান। শেষ পর্যন্ত ৩২৬ রানে থামে ইংল্যানের ইনিংস।

বাংলাদেশের পক্ষে তাসকিন আহমেদ ৩টি, মিরাজ ২টি ও ১টি করে উইকেট শিকার করেন সাকিব ও তাজুল ইসলাম।

১২৪ বলে ১৩২ রান করে প্লেয়ার অব দ্যা ম্যাচ নির্বাচিত হন জেসন রায়। ইংল্যান্ডের সাথে তৃতীয় ও শেষ ওয়ানডে ৬ মার্চ চট্টগ্রামে অনুষ্ঠিত হবে।

বিএনএনিউজ/এ আর

Loading


শিরোনাম বিএনএ