29 C
আবহাওয়া
১০:০০ অপরাহ্ণ - মার্চ ২৯, ২০২৪
Bnanews24.com
Home » শীর্ষ ধনীর তকমা খোয়ালেন ইলন মাস্ক

শীর্ষ ধনীর তকমা খোয়ালেন ইলন মাস্ক


বিএনএ বিশ্বডেস্ক : ফের  বিশ্বের শীর্ষ ধনীর তকমা খোয়ালেন ইলন মাস্ক। শুক্রবার (৩ মার্চ) মার্কিন সংবাদমাধ্যম ব্লুমবার্গের বিলিয়নিয়ার তালিকায় দেখা যায়, দ্বিতীয় অবস্থানে চলে গেছেন  ইলন মাস্ক। ব্লুমবার্গের সূচক অনুসারে, তার মোট সম্পদ এখন ১৭৬ বিলিয়ন ডলার।

ব্লুমবার্গ সূচক বলছে, এবার আবারও বার্নার্ড আর্নল্ট এক নম্বর অবস্থানে ফিরে এসেছেন। তার মোট সম্পদের পরিমাণ এখন ১৮৭ বিলিয়ন ডলার।

সোমবার (২৭ ফেব্রুয়ারি) মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছিল, দুই মাসেরও বেশি সময় পর বিশ্বের শীর্ষ ধনীর খেতাব পুনরায় ফিরে পেয়েছিলেন ইলন মাস্ক। সে সময় তার সম্পদের পরিমাণ দাঁড়ায় ১৮৭ দশমিক ১ বিলিয়ন ডলার।

এরপর তালিকার তৃতীয় অবস্থানে রয়েছেন জেফ বেজোস। তার মোট সম্পদের পরিমাণ এখন ১১৬ বিলিয়ন ডলার। এই তালিকার চার নম্বরে রয়েছেন মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটস। তার সম্পদের পরিমাণ এখন ১১৪ বিলিয়ন ডলার।

২০২২ সালের ৯ এপ্রিল টুইটারের ৯ দশমিক ৩ শতাংশ শেয়ার কিনে প্রতিষ্ঠানটির সবচেয়ে বড় শেয়ারহোল্ডার হয়ে ওঠেন ইলন মাস্ক। এর পরের সপ্তাহে টুইটার কিনতে ৪ হাজার ৩০০ কোটি ডলারের প্রস্তাব দেন টেসলা সিইও। অবশেষে টুইটার কেনা নিশ্চিত করেন বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্ক। ২৭ অক্টোবর এক টুইটে টুইটার কেনার বিষয়টি নিশ্চিত করেন তিনি। চার হাজার ৪০০ কোটি ডলার মূল্যে টুইটার কিনে নেন বিশ্বের এই ধনকুবের।

বিএনএ/ ওজি

Loading


শিরোনাম বিএনএ