30 C
আবহাওয়া
৬:২৮ অপরাহ্ণ - মার্চ ২৯, ২০২৪
Bnanews24.com
Home » প্রায় দুই বছর পর শুরু হচ্ছে প্রাক-প্রাথমিকের ক্লাস

প্রায় দুই বছর পর শুরু হচ্ছে প্রাক-প্রাথমিকের ক্লাস

প্রায় দুই বছর পর শুরু হচ্ছে প্রাক-প্রাথমিকের ক্লাস

বিএনএ ডেস্ক, ঢাকা: করোনা মহামারীতে প্রায় দেড় মাস বন্ধ থাকার পর গত ২ মার্চ, বুধবার  প্রাথমিক স্তরের ক্লাস শুরু হয়। আর প্রায় দুই বছর পর ২০ মার্চ শুরু হতে যাচ্ছে প্রাক-প্রাথমিকের ক্লাস।

বুধবার (২ মার্চ) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

করোনা মহামারিতে ২০২০ সালের ১৭ মার্চ থেকে সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দেয়া হয়। তবে ২০২১ সালের ১২ সেপ্টেম্বর প্রাথমিক থেকে শুরু করে উচ্চ শিক্ষা স্তরের প্রতিষ্ঠান খুলে দেয়া হয়। তবে বন্ধ থাকে প্রাক-প্রাথমিক স্তর।

চলতি বছরের শুরুতে করোনা সংক্রমণ ফের বেড়ে গেলে ২১ জানুয়ারি থেকে সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করে দেয়া হয়। পরে গত ২২ ফেব্রুয়ারি প্রাথমিক, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও উচ্চ শিক্ষা স্তরের শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া হয়। তবে প্রাক-প্রাথমিক স্তরে সশরীরে ক্লাস শুরুর ঘোষণা এলো প্রায় দুই বছর পর।

অধিদফতর জানায়, প্রাক-প্রাথমিক শ্রেণি কার্যক্রম শিক্ষক সহায়িকা প্রদত্ত রুটিনের আলোকে পরিচালিত হবে।

বিএনএ/ এ আর

Loading


শিরোনাম বিএনএ