বিএনএ, কক্সবাজার: কক্সবাজারের টেকনাফ সাবরাং ইউনিয়নের আছার বনিয়া এলাকা থেকে মেছো বাঘের দুটি ছানা উদ্ধার করেছে বন বিভাগ। শনিবার (৩ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে উপজেলার সাবরাং ইউনিয়নের আছার বনিয়া এলাকার মোস্তাক আহমেদের স-মিল থেকে কয়েকজন শ্রমিক ছানাগুলোকে উদ্ধার করে বনবিভাগকে খবর দেয়া হয়।
স-মিলের মালিক মোস্তাক জানান, আমার স-মিলে কাঠের ভেতরে বিড়ালের মত বাঘের ছানা দেখতে পাই, এরপর কয়েকজন মিলে এই দুটিকে ধরে বনবিভাগকে খবর দেওয়া হয়।
টেকনাফ উপকূলীয় বন বিভাগের রেঞ্জ অফিসার বশির আহমেদ জানান, খবর পেয়ে আমাদের টিমের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মেছো বাঘের দুটি ছানা উদ্ধার করে রেঞ্জ অফিসে নিয়ে আসা হয়। ছানাগুলো ছোট তাই এখই পাহাড়ে ছেড়ে দেওয়া যাবে না। ছানাগুলোকে মাছ, মুরগির মাংস খেতে দেওয়া হয়। পরে বিকাল ৫ টার দিকে ডুলাহাজারা সাফারি পার্কে হস্তান্তর করা হয়েছে। অবাধে বনজঙ্গল উজাড় হওয়ার কারনে খাদ্য সংকটে পড়ে মেছো বাঘের ছানাগুলো লোকালয়ে চলে আসছে বলে জানিয়েছেন তিনি।
বিএনএনিউজ/ ফরিদুল আলম শাহীন/ বিএম/এইচমুন্নী