দুই বছরে চ্যাটজিপিটি গুগলকে ধ্বংস করতে পারে
25 C
আবহাওয়া
১:১৬ অপরাহ্ণ - ডিসেম্বর ৩০, ২০২৪
Bnanews24.com
Home » দুই বছরে চ্যাটজিপিটি গুগলকে ধ্বংস করতে পারে

দুই বছরে চ্যাটজিপিটি গুগলকে ধ্বংস করতে পারে


বিএনএ, বিশ্বডেস্ক : নভেম্বরে আসা চ্যাটজিপিটি অনেকের চাকরি হারানোর পরিস্থিতি তৈরি করেছে। এবার আশঙ্কা বরা হচ্ছে বছর দুয়েকের মধ্যে গুগলকে ধ্বংস করতে পারে চ্যাটজিপিটি।

আশঙ্কাটি প্রকাশ করেছেন জিমেইল নির্মাতা পল বাখাইট।

টুইটারে পল বাখাইট জানান, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির কারণে ভবিষ্যতে সার্চ ইঞ্জিনের রেজাল্ট পেজের (এসইআরপি) অস্তিত্ব থাকবে না। আর এখান থেকেই গুগল সবচেয়ে বেশি আয় করে। ব্রাউজারের সার্চ বারে ব্যবহারকারী কোনো প্রশ্ন লিখলেই তা স্বয়ংক্রিয়ভাবে জানিয়ে দেবে চ্যাটজিপিটি। শুধু তাই নয়, প্রাসঙ্গিক তথ্য ও লিংকযুক্ত করে ফলাফল সংক্ষিপ্তভাবে তুলেও ধরবে। ফলে গুগল সার্চ ইঞ্জিনের ফলাফল দেখে একাধিক ওয়েবসাইটে প্রবেশ করতে হবে না।

সার্চ ফলাফল ও ওয়েবসাইটে বিজ্ঞাপন প্রদর্শন করেই সবচেয়ে বেশি আয় করে থাকে গুগল। কিন্তু চ্যাটজিপিটির কারণে গুগল সার্চ ইঞ্জিন ব্যবহারকারীর সংখ্যা কমে গেলে নিশ্চিতভাবে আয়ও কম হবে প্রতিষ্ঠানটির।

বিএনএনিউজ/এইচ.এম।

Total Viewed and Shared : 1 81 , 81 views and shared


শিরোনাম বিএনএ