24 C
আবহাওয়া
১:১৫ অপরাহ্ণ - ডিসেম্বর ২৫, ২০২৪
Bnanews24.com
Home » করোনা আপডেট: ২৪ ঘন্টায় মৃত্যু ও আক্রান্তে শীর্ষে জাপান

করোনা আপডেট: ২৪ ঘন্টায় মৃত্যু ও আক্রান্তে শীর্ষে জাপান

করোনায় আরও দুইজনের মৃত্যু

বিএনএ, ডেস্ক : করোনায় সাম্প্রতিক সময়ে জাপান সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ হচ্ছে।   সংক্রমণ কমছেই না। বাড়ছে মৃত্যুও। গত ২৪ ঘণ্টায়ও দেশটি বিশ্বে দৈনিক সংক্রমণ ও মৃত্যুর তালিকায় শীর্ষে রয়েছে। দৈনিক মৃত্যু ও সংক্রমণে শীর্ষে থাকা জাপানে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে সংক্রমিত হয়েছেন ৪৫ হাজার ২৯৯ জন এবং মারা গেছেন ৩৯৭ জন।

২৪ ঘন্টায় এ ভাইরাসে এক হাজার ২৪৪ জনের মৃত্যু হয়েছে। সংক্রমিত হয়েছেন এক লাখ ৭৬ হাজার ২৭১ জন। একদিনে করোনা থেকে সেরে উঠেছেন দুই লাখ ৪৮ হাজার ১৯৭ জন।

শুক্রবার (৩ ফেব্রুয়ারি) সকালে বৈশ্বিক পর্যায়ে করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার আপডেট দেওয়া ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য জানা গেছে।

এ নিয়ে মহামারি শুরু থেকে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৭ লাখ ৬৭ হাজার ৩২৪ জনে। এ পর্যন্ত ভাইরাসটিতে মোট সংক্রমিত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৭ কোটি ৫৭ লাখ ৩২ হাজার ৫০৩ জনে। করোনা থেকে সেরে উঠেছেন ৬৪ কোটি ৮০ লাখ ২৮ হাজার ৪৪২ জন।

দৈনিক প্রাণহানির তালিকায় জাপানের পরেই দ্বিতীয় অবস্থানে রয়েছে যুক্তরাষ্ট্র। প্রাণহানির এ তালিকায় এরপর রয়েছে জার্মানি, মেক্সিকো, তাইওয়ান, পেরু, ব্রাজিল, রাশিয়া, দক্ষিণ কোরিয়া ও চিলির মতো দেশগুলো।

করোনায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্রে ২৪ ঘণ্টায় সংক্রমিত হয়েছেন ১৬ হাজার ৪৭ জন এবং মারা গেছেন ১৭৯ জন।  ব্রাজিলে ২৪ ঘণ্টায় মারা গেছেন ৪৮ জন এবং নতুন করে সংক্রমিত হয়েছেন ১৯ হাজার ৯৭৩ জন।

ফ্রান্সে একদিনে সংক্রমিত হয়েছেন চার হাজার ৫০৬ জন। করোনা মহামারির শুরু থেকে দেশটিতে এ পর্যন্ত মোট শনাক্ত ৩ কোটি ৯৫ লাখ ৩৩ হাজার ৩২৩ জন এবং মারা গেছেন ১ লাখ ৬৪ হাজার ২৮৬ জন। গত ২৪ ঘণ্টায় রাশিয়ায় সংক্রমিত হয়েছেন ৯ হাজার ২৮৭ জন এবং মারা গেছেন ৪০ জন।

দক্ষিণ কোরিয়ায় ২৪ ঘণ্টায় শনাক্ত হয়েছেন ১৬ হাজার ৮৬২ জন এবং মারা গেছেন ৩৬ জন। এ পর্যন্ত দেশটিতে মোট শনাক্ত রোগীর সংখ্যা ৩ কোটি ২ লাখ ১৩ হাজার ৯২৮ জন এবং মৃত্যু হয়েছে ৩৩ হাজার ৫২২ জনের।

বিএনএ/ ওজি

Loading


শিরোনাম বিএনএ