14 C
আবহাওয়া
৯:৫৪ পূর্বাহ্ণ - জানুয়ারি ৩, ২০২৫
Bnanews24.com
Home » মহসিন খানের জানাজা সম্পন্ন

মহসিন খানের জানাজা সম্পন্ন

মহসিন খানের জানাজা সম্পন্ন

বিএনএ, ঢাকা : ফেসবুক লাইভে এসে আত্মহত্যা করা ব্যবসায়ী, চিত্রনায়ক রিয়াজের শ্বশুর আবু মহসিন খানের জানাজা সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি) বাদ আসর ধানমন্ডি ৭ নম্বরের বায়তুল আমান মসজিদে তার জানাজা অনুষ্ঠিত হয়।

বুধবার (২ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে ফেসবুকে লাইভে এসে নিজের মাথায় গুলি করে আত্মহত্যা করেন আবু মহসিন খান।

ব্যবসায়ী আবু মহসিন খান চিত্রনায়ক রিয়াজের শ্বশুর। জানাজার আগে নায়ক রিয়াজ তার শ্বশুরের জন্য ক্ষমা প্রার্থনা করে বলেন, তিনি জীবদ্দশায় অনেক ভালো কাজ করে গেছেন। নিজ এলাকায় মসজিদ, মাদরাসা গঠনে কাজ করেছিলেন। আপনারা সবাই তাকে ক্ষমা করে দেবেন।

আবু মহসিন খান ধানমন্ডি ৭ নম্বর রোডের ২৫ নম্বর বাড়ির একটি ফ্ল্যাটে থাকতেন। সেখানেই তিনি নিজের লাইসেন্স করা পিস্তল দিয়ে মাথায় গুলি করে আত্মহত্যা করেন। তিনি এক ছেলে ও এক মেয়ের জনক ছিলেন।

বিএনএ/ ওজি

Loading


শিরোনাম বিএনএ