29 C
আবহাওয়া
৪:২৭ অপরাহ্ণ - নভেম্বর ১৫, ২০২৪
Bnanews24.com
Home » করোনায় আরও ১৩ জনের প্র্রাণহানি 

করোনায় আরও ১৩ জনের প্র্রাণহানি 


বিএনএ, ঢাকা : দেশে গত ২৪ ঘণ্টায় করোনায়  আক্রান্ত হয়ে আরও ১৩ জন মারা গেছে। এ ছাড়া নতুন করে শনাক্ত হয়েছে ৪৩৮ জন।সব মিলিয়ে মারা গেছে  আট হাজার ১৬২ জন।মোট আক্রান্ত পাঁচ লাখ ৩৬ হাজার ৫৪৫ জন।
বুধবার (৩ ফেব্রুয়ারি) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে নাসিমা সুলতানা জানান, ২৪ ঘণ্টায় মারা যাওয়া ১৩ জনের মধ্যে ১১ জন পুরুষ, নারী দুইজন। তাদের মধ্যে হাসপাতালে মারা গেছেন ১১ জন। বাড়িতে দুইজন।

মৃতদের বয়স বিশ্লেষণে দেখা যায়, ৬০ বছরের ঊর্ধ্বে সাতজন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে তিন জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে দুই জন, ১১ থেকে ২০ বছরের মধ্যে এক জন রয়েছেন।

উল্লেখ্য, বাংলাদেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়ে গত ৮ মার্চ। আর প্রথম রোগী শনাক্তের ১০ দিন পর ১৮ মার্চ দেশে করোনায় প্রথম মৃত্যু হয়।

বিএনএ/ ওজি

Loading


শিরোনাম বিএনএ