বিএনএ,মিরসরাই : মিরসরাইয়ে শহীদ মুজাহিদ স্মৃতি আন্তঃওয়ার্ড ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা সম্পন্ন হয়েছে।
শুক্রবার ( ৩ জানুয়ারি) বিকালে মিঠাছড়া উচ্চ বিদ্যালয় মাঠে ফাইনাল খেলায় মোটবাড়িয়া ফুটবল একাদশকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় আবুনগর ফুটবল একাদশ ।
গত ২৫ ডিসেম্বর শুরু হওয়া খেলাটিতে ১২ টি প্রতিযোগি দল অংশগ্রহণ করেন। টানা দুই সপ্তাহ খেলা শেষে বিভিন্ন পর্ব অতিক্রম করে ফাইনালের মুখোমুখি হয় মোট বাড়িয়া একাদশ ও আবুনগর একাদশ। খেলার নির্ধারিত সময়ে এক এক গোলে শেষ হলে ট্রাইবেকারে গড়ায় খেলাটি। ট্রাইবেকারে ১ গোলে জয়ী হয় আবু নগর ফুটবল একাদশ।
ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম উত্তর জেলা সেক্রেটারি আব্দুল জব্বার, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মিরসরাই উপজেলা জামায়াতের আমির মাওলানা নুরুল কবির,
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মিরসরাই পৌর আমীর মাওলানা মোহাম্মদ শিহাব উদ্দিন, মিঠাছড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জামশেদ আলম, উত্তরজেলা ছাত্রশিবির সভাপতি মাঈনুদ্দিন রায়হান প্রমুখ।
বিএনএ/ আশরাফ উদ্দিন