বিএনএ, বিশ্বডেস্ক : যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় একটি হালকা বিমান বিধ্বস্ত হয়ে অন্তত ২ জন নিহত এবং ১৮ জন আহত হয়েছে। লস অ্যাঞ্জেলসের ২৫ কিলোমিটার দক্ষিণ-পূর্বে ফুলারটন পৌর বিমানবন্দরের কাছে বৃহস্পতিবার (২ জানুয়ারি) বিকেলে এই দুর্ঘটনা ঘটেছে। তবে বিমান বিধ্বস্তের কারণ জানা যায়নি।
ফুলারটন পুলিশ এক্সে বলেছে, ‘সেখানে দুইজনের মৃত্যু নিশ্চিত করা হয়েছে।’
এছাড়া ১০ জনকে হাসপাতালে ভর্তি এবং ঘটনাস্থলে ৮ জনকে প্রাথমিক দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।
পুলিশের এক কর্মকর্তা স্থানীয় ‘কেটিএলএ’ স্টেশনকে জানিয়েছে, তদন্তকারীরা এখনো নিশ্চিত হয়ে জানতে পারেনি যে, নিহত ২ জন বিমানের যাত্রী নাকি তারা ভবনের শ্রমিক ছিল।
টেলিভিশনের ভিডিও ফুটেজে ভবনের ছাদে গর্ত এবং আগুনের ধোঁয়া বেরিয়ে আসতে দেখা গেছে।
ঘটনার প্রত্যক্ষদর্শী জেরোমি ক্রুজ নামের এক শ্রমিক জানিয়েছেন, ‘আমরা সবাই প্রচণ্ড শব্দ শুনতে পেয়েছি এবং পরে দেখি ভবনের ছাদে বিমান বিধ্বস্ত হয়েছে। এরপর আমরা সবাই ভবন থেকে বেরিয়ে আসতে শুরু করি।
ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন জানিয়েছে, একক ইঞ্জিন বিশিষ্ট ভ্যান’স আরভি-১০ বিমানটিতে আসন সংখ্যা ছিল মাত্র ৪টি। ফেডারেল অ্যাডমিনিস্ট্রেশন দুর্ঘটনার তদন্ত করছে।
বিএনএনিউজ/এইচ.এম।