25 C
আবহাওয়া
২:২২ অপরাহ্ণ - ডিসেম্বর ২৬, ২০২৪
Bnanews24.com
Home » সরকারের প্রত্যাশা পূরণে সর্বোচ্চ চেষ্টা থাকবে: মন্ত্রিপরিষদ সচিব

সরকারের প্রত্যাশা পূরণে সর্বোচ্চ চেষ্টা থাকবে: মন্ত্রিপরিষদ সচিব

নতুন মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন। 

বিএনএ: চাকরিজীবনে যে অভিজ্ঞতা ও জ্ঞান অর্জন করেছেন, সেগুলো প্রয়োগ করে সরকারের যে প্রত্যাশা তা পূরণে সর্বোচ্চ চেষ্টা থাকবে। এ কথা বলেছেন নতুন মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন।

মঙ্গলবার (৩ জানুয়ারি) দুপুরে সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে এসব কথা বলেন তিনি।

সুদীর্ঘ চাকরি জীবনের শেষ প্রান্তে পৌঁছেছেন উল্লেখ করে মাহবুব হোসেন বলেন, আজ সকালেই জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে আদেশ পেয়েছেন তিনি। সরকার তাকে মন্ত্রিপরিষদ সচিব হিসেবে নিয়োগ দিয়েছে। এজন্য সরকারের প্রতি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জানান তিনি।

সামনে নির্বাচন, কী চ্যালেঞ্জ মনে করছেন- জানতে চাইলে নতুন মন্ত্রিপরিষদ সচিব বলেন, বুধবার থেকে হয়তো এগুলো নিয়ে চিন্তা করব।

বিএনএ/এআর

Loading


শিরোনাম বিএনএ