25 C
আবহাওয়া
১:৫৩ অপরাহ্ণ - ডিসেম্বর ২৬, ২০২৪
Bnanews24.com
Home » পররাষ্ট্রমন্ত্রীর বড় বোন আয়েশা মোজাক্কির আর নেই

পররাষ্ট্রমন্ত্রীর বড় বোন আয়েশা মোজাক্কির আর নেই


বিএনএ, ঢাকা : পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন এবং সাবেক অর্থমন্ত্রী মরহুম আবুল মাল আব্দুল মুহিতের বড় বোন আয়েশা মোজাক্কির মারা গেছেন। মঙ্গলবার (৩ জানুয়ারি) ভোর ৫টা ৩০ মিনিটে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে সিলেটের নিজ বাড়িতে তিনি ইন্তেকাল করেন। তার বয়স হয়েছিল ৯৩ বছর। তিনি ৮ মেয়ে, অনেক নাতি-নাতনি, ৯ ভাইবোন এবং অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

মঙ্গলবার বাদ আছর মৌলবীবাজারে আগুনশি এলাকার হাজী মোজাফফর দাখিল মাদ্রাসার মসজিদ প্রাঙ্গণে জানাজা শেষে তা‌কে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

বড় বো‌নের বিদেহী আত্মার মাগফিরাত কামনায় পরিবারের পক্ষ থে‌কে সকলের কাছে দোয়া চেয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেন।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ