14 C
আবহাওয়া
৯:১৩ পূর্বাহ্ণ - জানুয়ারি ৩, ২০২৫
Bnanews24.com
Home » লঞ্চে অগ্নিকাণ্ড: আরও একজনের মৃত্যু

লঞ্চে অগ্নিকাণ্ড: আরও একজনের মৃত্যু


বিএনএ,ঢাকা: বরগুনা ঝালকাঠির সুগন্ধা নদীতে লঞ্চে অগ্নিকাণ্ডে দগ্ধ মোহাম্মদ রাসেল (৩৮) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। সোমবার (৩ জানুয়ারি) বেলা ১১টার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

শেখ হাসিনা জাতীয় বার্ন ইনস্টিটিউটের প্রধান সমন্বয়ক ডা. সামন্তলাল সেন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, রাসেলের শরীরের ১৮ শতাংশ দগ্ধ ও শ্বাসনালীতেও সমস্যা ছিল। তিনি আইসিউতে চিকিৎসাধীন ছিলেন।গত ২৩ ডিসেম্বর দিবাগত রাত ৩টার দিকে ঢাকা থেকে বরগুনাগামী এমভি অভিযান-১০ লঞ্চে আগুন লাগে। এ ঘটনায় প্রায় অর্ধশত নারী, পুরুষ ওশিশুর মৃত্যু হয়েছে। এছাড়াও আহত হয়েছেন শতাধিক যাত্রী, নিখোঁজও আছেন অনেকে। আহতদের রাজধানীসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়।

লঞ্চের দগ্ধ একাধিক যাত্রী জানান, রাত ৩টার দিকে লঞ্চের ইঞ্জিনরুমে হঠাৎ আগুন লেগে যায়। আগুন ছড়িয়ে পড়ে পুরো লঞ্চে। এসময় লঞ্চের অনেক যাত্রী দগ্ধ হন। প্রাণে বাঁচতে গিয়ে অনেকেই আবার নদীতে ঝাঁপ দেন।

বিএনএ/ আজিজুল, ওজি

 

Loading


শিরোনাম বিএনএ